জেলা 

লোডশেডিং এর প্রতিবাদে বিক্ষোভ, পথ অবরোধ তুলতে গিয়ে মালদহে আক্রান্ত পুলিশ, পুলিশের গুলিতে জখম ২

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : লোডশেডিং এর প্রতিবাদে মালদাহের মানিকচকের দশটি জায়গায় পথ অবরোধ চলছিল ঠিক সেই সময় পথ অবরোধ তুলতে গিয়ে পুলিশকে ঘর বন্দী করে মারধর করেছে স্থানীয় জনতা বলে অভিযোগ। মার খেয়েছেন স্থানীয় থানার আইসি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী।

অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ। পুলিশের গুলিতে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ। তাঁদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা। কী কারণে গুলি চালাতে হল পুলিশকে, তা জানতে চেয়ে রিপোর্ট তলব করেছে নবান্ন। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, মানুষের প্রশাসনের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে পুলিশ। তৃণমূলের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে।

Advertisement

মালদহের মানিকচকে বেশ কয়েকটি এলাকায় গত কয়েক দিন ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়েরা। সেই অভিযোগেই বৃহস্পতিবার মালদহের মানিকচকে ১০টি জায়গায় পথ অবরোধ করা হয়। অবরোধকারীদের দাবি, প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। শামিনুর বিবি নামে এক মহিলা বলেন, ‘‘দিনের পর দিন বিদ্যুৎ থাকছে না মানিকচকে। সারা রাত বিদ্যুৎ থাকে না। বাচ্চারা, অসুস্থ লোকজন কষ্ট পাচ্ছেন। অভিযোগ জানিয়েও লাভ হয়নি। আমাদের হরতাল চলছে, চলবে।’’ অবরোধ হঠাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে আক্রান্ত হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন অবরোধকারীদের একাংশ। পাল্টা গুলি ছোড়ে পুলিশ। তাতে দু’জন আহত হয়েছেন বলে অভিযোগ। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশবাহিনী। পুলিশ এই বিষয়ে বিশদে মুখ খুলতে চায়নি। এক আধিকারিক জানিয়েছেন, তিন জন পুলিশকর্মী গুরুতর আহত। বাকি বিষয় খতিয়ে দেখার পর জানানো হবে।

মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র এই প্রসঙ্গে বলেন, ‘‘গত কয়েক দিন ধরে মানিকচক এলাকার বেশ কিছু এলাকায় রাতে বিদ্যুৎ না থাকায় সমস্যা হচ্ছিল। আমি বহু বার ডিভিশনাল অফিসারকে বলেছিলাম সমস্যা মেটাতে। তা সত্ত্বেও সমস্যা মেটেনি। নুরপুর, শেখুপুরা, চণ্ডীপুরে বিদ্যুৎ না থাকার কারণে অবরোধ হয়েছিল। আমি অবরোধকারীদের অনুরোধ করায় তাঁরা অবরোধ তুলে নিয়েছিলেন। কিন্তু এনায়েৎপুরের মানুষজন অবরোধে অনড় ছিলেন। যে ঘটনা ঘটেছে তা কাম্য নয়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।’’

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ