দেশ 

দিল্লি বিধানসভা নির্বাচনে একা লড়বে কংগ্রেস! লোকসভা নির্বাচনের ফল বেরোনোর এক মাসের মধ্যেই জোট ভেঙে গেল!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব বলেছেন,‘আসন্ন লোকসভা নির্বাচনে আমরা দিল্লিতে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যাপক মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের কারণে শ্রমিক, মধ্যবিত্ত, এসসি, এসটি-সহ সংখ্যালঘু শ্রেণী আজ বিজেপি এবং আম আদমি পার্টির উপর বিরক্ত।’

ভোট প্রস্তিতি যে শুরু হয়ে গিয়েছে সে বার্তা দিয়ে তিনি আরও বলেন, ”দিল্লিতে আজ বিদ্যুৎ ও জলের ব্যাপক সংকট, পানি নিকাশি ব্যবস্থা শিকেয় উঠেছে, বিদ্যুতের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে এই সমস্যাগুলি নিয়ে আমরা প্রতিনিয়ত জনগণের কাছে যাচ্ছি। দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য বুথ স্তরে কংগ্রেসের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের পাশাপাশি তাদের সঙ্গে দেখা করে এলাকার সমস্যা শুনছেন। তাঁদের পরামর্শও শোনা হচ্ছে।”

Advertisement

উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে দীর্ঘ টালবাহানার পর শেষে দিল্লিতে বিজেপির বিরুদ্ধে জোট বেঁধে নির্বাচনী লড়াইয়ে নেমেছিল আপ ও কংগ্রেস। তবে দিল্লির ৭ লোকসভা আসনেই লজ্জার হার দেখতে হয়েছে এই জোটকে। শুধু তাই নয়, ব্যাপকভাবে কমে গিয়েছে দুই দলের ভোটের হারও। রিপোর্ট বলছে, দিল্লিতে লোকসভা নির্বাচনে মাত্র ১৮.৯১ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস। অন্যদিকে আপ পেয়েছে ২৪.১৭ শতাংশ ভোট। লোকসভা ভোটে এমন ফলাফলের পর আপের তরফে আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল আসন্ন বিধানসভা নির্বাচনে আর জোটের লড়াইয়ে যাবে না তাঁরা। এবার সেই পথে হেঁটে ‘একলা চলো’র ডাক দিলেন দিল্লির কংগ্রেস সভাপতি।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ