নাগাল্যান্ডের গ্রামবাসীদের খুনে অভিযুক্ত সেনা কর্মীদের বিচারে আপত্তি কেন কেন্দ্রের? জানতে চাইলো সুপ্রিম কোর্ট
নাগাল্যান্ডে ২০২১ সালে নিরপরাধ গ্রামবাসীদের হত্যায় অভিযুক্ত সেনাদের বিচার নিয়ে এ বার কেন্দ্রের জবাব চেয়ে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ ২০২১ সালের ওই ঘটনার অভিযুক্ত সেনাদের বিচারে কেন্দ্র এবং প্রতিরক্ষা মন্ত্রকের আপত্তির কারণ জানানোর নির্দেশ দিয়েছে।
২০২১ সালের ৪ ডিসেম্বরের রাতে সন্ত্রাসবাদীদের খুঁজতে মন জেলার ওটিং গ্রামে অভিযান চালিয়েছিল সেনাবাহিনীর প্যারা স্পেশাল ফোর্স এবং অসম রাইফেলসের যৌথ বাহিনী। অভিযোগ, সেই রাতে প্যারা কন্ডান্ডোদের গুলিতে নিহত হন ১৩ জন গ্রামবাসী। ওই ঘটনায় গ্রামবাসীদের গণপিটুনিটে এক সেনাকর্মীও নিহত হয়েছিলেন।
গ্রামবাসী হত্যার ঘটনার অভিযুক্ত ৩০ জন সেনাকর্মীর বিচারের জন্য নাগাল্যান্ড সরকারের তরফে বিধি মেনে কেন্দ্রের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু গত এপ্রিলে কেন্দ্র সেই অনুমতি দিতে অস্বীকার করায় নাগাল্যান্ডে বিজেপির সহযোগী দল এনডিপিপি পরিচালিত সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। তার আগেই অবস্থান স্পষ্ট করতে হবে নরেন্দ্র মোদী সরকারকে। সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার।