কলকাতা 

প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট দু সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শারীরিক অসুস্থতার কারণে অন্তত একমাস জামিন দেওয়ার আবেদন করেছিলেন রেশন দুর্নীতিতে অভিযুক্ত জেলবন্দী, প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী। কলকাতা হাইকোর্টে করা এই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাক্তন মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দিল হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ।আজ মঙ্গলবার বিচারপতি দু’সপ্তাহের মধ্যে প্রাক্তন মন্ত্রীর শারীরিক পরীক্ষা করে ২ অগস্ট মামলার পরবর্তী শুনানির দিন আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

জেলবন্দি প্রাক্তন মন্ত্রীর আইনজীবী মিলন মুখোপাধ্যায় এদিন আদালতে বলেন, তাঁর মক্কেলের ওজন কমেছে। একাধিক রোগে ভুগছেন তিনি। কিডনির অবস্থা ভাল নয়। প্রতিদিন শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। জেলের বাইরে তাঁর যথাযথ চিকিৎসার প্রয়োজন রয়েছে।

Advertisement

আদালতে তিনি এও অভিযোগ করেন, এর আগে একটা পরীক্ষার জন্য প্রেসিডেন্সি জেলে আবেদনের পরেও কাজ হয়নি।

যদিও ইডির আইনজীবী আদালতে বলেন, বাইরে পরীক্ষা করানোর আগে দেখা দরকার, জেল হাসপাতালে সেগুলো করা সম্ভব কিনা। এরপরই বিচারপতি জ্যোতিপ্রিয়র মেডিক্যাল টেস্টের অনুমতি দেন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ