কলকাতা 

রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে রাজীব কুমারকে ফেরালেন মমতা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : লোকসভা ভোটের সময় নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার কে সরিয়ে দেওয়া হয়েছিল। লোকসভা ভোট এবং পরবর্তীকালে চারটি বিধানসভার উপনির্বাচনের ফলাফল প্রকাশের কয়েকদিন পরেই পুনরায় রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে ফিরিয়ে আনা হলো রাজীব কুমারকে।

রাজীব কুমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত।যদিও প্রশাসনিক মহলের একাংশের যুক্তি ছিল, লোকসভা ভোট মেটার পরে ৫ জুন আদর্শ আচরণবিধি উঠে যেতেই রাজীবকে পুরনো পদে বহাল করতে পারতেন মুখ্যমন্ত্রী। কিন্তু তা হয়নি। কারণ, কলকাতার মানিকতলা-সহ চারটি বিধানসভায় উপনির্বাচন ছিল। ১০ জুন থেকে ফের আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছিল রাজ্যের সংশ্লিষ্ট এলাকাগুলিতে। সেই কারণেই রাজ্য বা কলকাতা পুলিশের শীর্ষপদে রদবদল করা সম্ভব হয়নি। ১০ জুলাই ভোট মিটেছে। এই ভোট না মেটা পর্যন্ত রাজীবকে ডিজি পদে ফেরানো যাচ্ছিল না। গত শনিবার ভোটের ফল প্রকাশিত হয়েছে। তার পরেই রাজীবের প্রত্যাবর্তন ঘটল ডিজি পদে।

Advertisement

তবে প্রশাসনিক সূত্রের বক্তব্য, রাজীবই যে ডিজি পদে ফিরবেন, তা মোটামুটি স্পষ্টই ছিল। তার প্রস্তুতিও আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রাজীব। তাঁর ঘনিষ্ঠ মহলের বক্তব্য, এটি তাঁর ‘ব্যক্তিগত সফর’। কিন্তু পুলিশ মহলের একাংশের মত, ভোটের পর থেকেই কোচবিহারের দিনহাটা, তুফানগঞ্জ থেকে উত্তর দিনাজপুরের চোপড়া এবং ইসলামপুর— একাধিক জায়গায় গোলমাল ও হিংসার ঘটনা সাড়া ফেলেছে রাজ্যে। ডিজি পদে ফেরার আগে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে খোঁজখবর করতে গিয়েছেন তিনি। যার ভিত্তিতে রাজ্য সরকারের শীর্ষ স্তরে রিপোর্টও দিতে পারেন। নির্বাচন কমিশন সঞ্জয় মুখোপাধ্যায় কে ডিজি পদে বসিয়েছিলেন তাকে আজ দমকলের ডিজি পদে বদলি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ