দেশ 

আগামী লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশে একাই লড়বে মায়াবতী ; কংগ্রেসের সুবিধা করতেই কী এই সিদ্ধান্ত ?

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ২০১৯-এ লোকসভা নির্বাচনে  কংগ্রেসকে সামনে রেখে বিজেপি বিরোধী মহাজোটে যোগ দিচ্ছে না মায়াবতী । উত্তরপ্রদেশে বিএসপি নেত্রী মায়াবতী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব একসঙ্গে জোট করার পর এবার মায়াবতীর ঘোষণা মধ্যপ্রদেশে আগামী লোকসভা নির্বাচনে তারা একাই লড়বে । সেখানে তারা কংগ্রেসের সঙ্গে জোটে যাবে না । যদিও কমলনাথ সরকারকে মায়াবতী সমর্থন করার কথা জানিয়েছেন । আর মায়াবতীর বিএসপির সমর্থন পেয়েই কমলনাথের পক্ষে সরকার গঠন করা সম্ভব হয়েছে ।

প্রসঙ্গত বলা প্রয়োজন , সদ্য সমাপ্ত তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিএসপি একাই লড়াই করেছে । তবে দু একটি বিধানসভা আসন জয়লাভ করা ছাড়া তেমন কোনো সাফল্য বিএসপি ওই তিন রাজ্যে দেখাতে পারেনি । বরং ছত্তিশগড়ে ব্যাপক সমর্থন থাকা সত্ত্বে একা লড়াই করতে গিয়ে মায়াবতীর দল কার্যত রাজ্য থেকে মুছে গেছে । তবে এটা মায়াবতী একা লড়াই করার ফলে বিজেপির হিন্দু ভোটে খানিকটা প্রভাব ফেলেছে । তাই মধ্যপ্রদেশে মায়াবতী হিন্দু ভোটে ভাগ বসানোর ফলেই কংগ্রেসের জয় অনেক সহজ হয়ে গেছে । আগামী লোকসভা নির্বাচনে যদি সাধারন মানুষ এই পরম্পরা বজায় রাখে তাহলে হয়তো কংগ্রেসই মায়াবতীর সিদ্ধান্তে লাভবান হতে পারে ।

Advertisement

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 − eleven =