কলকাতা 

আমানত ফাউন্ডেশনের ৩০ বছর পূর্তি উদযাপন, কৃতি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রদান

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: আমানত ফাউন্ডেশন ট্রাস্ট -এর উদ্যোগে ১৪ জুলাই ২০২৪, রবিবার সকাল ১০টা থেকে আমানত এর ৩০ বছর পূর্তি উদযাপন তথা রাজ্যের কৃতী ছাত্র-ছাত্রীদের আমানত স্কলারশিপ বিতরণ আয়োজন করা হয় আলিয়া ইউনিভার্সিটির পার্কসার্কাস ক্যাম্পাসের অডিটোরিয়াম হলে । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যা লঘু উন্নয়ন কমিশন এর চেয়ারম্যান জনাব ইমরান হাসানI আমানত এর চেয়ারম্যান মোঃ শাহ আলম অনুষ্ঠানের সূচনা করেন। সাধারণ সম্পাদক জালালউদ্দিন আহমেদ অনুষ্ঠানের উদ্দ্যেশ্য আলোচনা করেন। শ্রী দেবরঞ্জন লাই,প্রজেক্ট কোঅর্ডিনেটর আমানত এর ৩০ বছর কার্য কলাপ সবার সামনে তুলে ধরেন।

জালালুদ্দিন আহমেদ সাহেব জনসেবা ক্রেডিট কোপারেটিভ সোসাইটি এর বিগত ১০ বছরের কার্য কলাপ তুলে ধরেন। প্রধান অতিথি জনাব ইমরান হাসান সংখ্যা লঘু উন্নয়নের জন্য কমিশন এর তৎপরতার কথা তুলে ধরেন। কৃতী ছাত্র ছাত্রী দের স্কলারশিপ তুলে দেওয়া হয় এবং তাদের কাছ থেকে স্কলারশিপ তাদের জীবন এ কি প্রভাব রেখেছে নিজের ভাষায় শোনা হয়। ডব্লপিডিসিএল এর শ্রী শুভাশিস ঘোষ, জনাব নাইমুর রহমান, ড: মেহেদী হাসান, ড: বিশপ শ্রীকান্ত দাস, ভুপিনদর সিংহ, ম: লাডলা এই অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন ।
জনাব রফিউন গাজী সাহেব সিভিল সার্ভিস নিয়ে যারা কর্মজীবন শুরু করতে চায়, তাদের কে আমানত এর উদ্যোগে যে কোচিং এর ব্যবস্থা করা হয়েছে যা আলোচনা করেন।

Advertisement

দুই কৃতি স্বেচ্ছাসেবী জিয়ারুল লস্কর এবং রাজেশ এর হাতে মেমেন্টো তুলো দেওয়া হয়।
আলিয়া ইউনিভার্সিটির অডিটোরিয়াম হলে আয়োজিত সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সাহিদ হোসেন সিদ্দিকী এবং তাকে সাহায্য করেন এম আই এস কোঅর্ডিনেটর আরিফ নাসরুল্লাহ আঞ্জুম এবং ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর রাকিব হক।
এছাড়াও আমানত এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমরান হাসান, ম্যানেজার জনসেবা, সেখ সাহিল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ