একুশে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিজেপি রাজভবনের ধর্না মঞ্চ থেকে ঘোষণা শুভেন্দুর
বাংলার জনরব ডেস্ক : বিজেপি দল একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের দিনে গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বলে ঘোষণা করেছে। রবিবার রাজভবনের সামনে ধর্না মঞ্চ থেকে এই ঘোষণা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার রাজভবনের সামনে ভোট হিংসায় ‘আক্রান্ত’দের নিয়ে ধর্নায় বসেন শুভেন্দু অধিকারী। ওই ধর্নামঞ্চে ৩৩০ জন আক্রান্ত যোগ দিয়েছেন বলে দাবি বিজেপির। এদিনের ধর্না মঞ্চ থেকেই শাসক দলের বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়,’ধর্ম-বর্ণ-জাতপাত নির্বিশেষে বিরোধী দলনেতা হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।” সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের পাল্টা ‘গণতন্ত্র হত্যা দিবস’-এর কর্মসূচি নিয়েছে বিজেপি।
লোকসভার পর রাজ্যের চার বিধানসভার উপনির্বাচনেও পর্যুদস্ত বিজেপি। বিজেপির অভিযোগ, ৪ কেন্দ্রের ভোট লুট হয়েছে। আর সেই প্রেক্ষিতে লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি তাদের জন্য পোর্টাল চালু করার বিষয়ে ঘোষণা করেন শুভেন্দু। তিনি বলেন, “আগামীকাল সোমবার এলওপি পোর্টাল চালু করছি। যারা যারা ভোট দিতে পারেননি, তাঁরা নাম নথিভুক্ত করবেন। আপনাদের নাম দিয়ে রাষ্ট্রপতি থেকে সবকটি সংবিধানিক জায়গায় আমরা আবেদন করব।”