জেলা 

শিক্ষার্থীদের বিদ্যালয় মুখী করতে প্রযুক্তি নির্ভর শিক্ষকতা আবশ্যিক : AIITA

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স এসোসিয়েশন মালদা জেলা শাখার পরিচালনায় পুখুরিয়ার সম্বলপুর অঞ্চল হাই স্কুলে অনুষ্ঠিত হল একদিনের টিচার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম।

এলাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শত শিক্ষক এতে অংশগ্রহণ করেন। সংগঠনের রাজ্য সভাপতি মহবুল হক জানান, ওরিয়েন্টেশনের মূল লক্ষ্য হল শিক্ষাব্যবস্থার গতানুগতিকতা থেকে বেরিয়ে মান সম্পন্ন ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষার প্রসার ঘটানো। তাই অরিয়েন্টেশনের আলোচ্য বিষয়গুলি ছিল : ‘অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফলপ্রসূ পাঠদান’, ‘শিক্ষার্থীদের নৈতিকতা বৃদ্ধির মাধ্যমে সমাজ গঠনের চেতনা জাগ্রত করা’, ‘শ্রেণীকক্ষ সুষ্ঠুভাবে পরিচালনা ও আনন্দদায়ক পাঠদান’

Advertisement

এই ধরনের বিষয়ভিত্তিক আলোচ্যবিষয় ও আলোচকদের আলোচনা ও প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপিত কন্টেন্ট সামগ্রিকভাবে প্রোগ্রামটিকে প্রাণবন্ত করে তোলে।

অংশগ্রহণকারী শিক্ষকগণ আয়োজকদের উদ্যোগকে সাধুবাদ জানান। অনেকে মন্তব্য করেন যে দুই বছরের কোর্স বি. এড. বা ডি. এল. এড করেও এই সমস্ত বিষয়গুলি এত প্রাঞ্জলভাবে বুঝতে সক্ষম হইনি।

রিসোর্স পার্সন হিসেবে অংশগ্রহণ করেন ভাগীরথী হাই স্কুলের প্রধান শিক্ষক শামসুদ্দোহা, সামসি কলেজের অধ্যাপক ড . ওয়ালিউল্লাহ ও আমিনুল ইসলাম।

অন্যদের মধ্যে ছিলেন শাহজাহান আলী, তোফাজ্জল হোসেন, মোঃ হুমায়ুন, হিফজুর রহমান, মোঃ সাহাবুদ্দিন, সংগঠনের জেলা সভাপতি আবেদ আলী প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ