প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা নিন্দায় সরব বিশ্ব
বাংলার জনরব ডেস্ক : আমেরিকার সময় শনিবার সন্ধ্যে ছটা নাগাদ পেনসিলভ্যানিয়ায় নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ও বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সে সময়ে আচমকা এক বন্দুকবাজ গুলি করে বসে তাঁকে।
আঘাত তেমন গুরুতর না হলেও, এই ঘটনায় নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্বের সমস্ত মহল। আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা– প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি, টুইট করে সংহতি জানিয়েছেন রাহুল গান্ধীও।

এদিন হামলার খবর পাওয়ার পরে নরেন্দ্র মোদী টুইট করেন, ‘আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় আমি প্রবল উদ্বিগ্ন। তীব্র বিরোধিতা করছি এই ঘটনার। গণতন্ত্রে ও রাজনীতিতে হিংসার জায়গা নেই। ট্রাম্প দ্রুত সুস্থ হয়ে উঠুন। মৃতের পরিবারের প্রতি এবং আমেরিকার মানুষদের প্রতি আমার সমবেদনা রইল।’
বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এই ঘটনার নিন্দা করে টুইট করে লিখেছেন, ‘আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টায় আমি গভীর ভাবে উদ্বিগ্ন। এই অপরাধের কড়া দমন প্রয়োজন। ওঁর আরোগ্য কামনা করছি।’
আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনও ট্রাম্পের প্রতি সহানুভূতি জানিয়ে টুইট করেন, ‘উনি সুস্থ এবং নিরাপদ আছেন শুনে আমি শান্তি পেয়েছি। ওঁর জন্য, ওঁর পরিবারের জন্য এবং সভায় উপস্থিত সকলের জন্য প্রার্থনা করছি। …আমেরিকায় এমন হিংসার কোনও জায়গা নেই।’
ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস লেখেন, ‘ট্রাম্পের উপর হামলার খবর শুনলাম। উনি গুরুতর জখম হননি শুনে আশ্বস্ত হয়েছি। সকলের জন্য প্রার্থনা করছি। আমাদের দেশে এমন হিংসার কোনও জায়গা নেই।’
ঘটনার খবর পেয়ে টুইট করে নিন্দা করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। তিনি জানিয়েছেন, মার্কিন গণতন্ত্রে রাজনৈতিক হিংসার কোনও জায়গা নেই।