মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও লাগামহীন সবজির দাম! দুইদিন দাম কম থাকার পর আবার বাজার উর্ধ্বমুখী!
বুলবুল চৌধুরী : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এই হঠাৎই দু দিনের শাক সবজির দাম কেজি পিছু কুড়ি থেকে ত্রিশ টাকা কমে যায়। কিন্তু এই ঘটনা রেশ দুদিন কাটতে না কাটতেই আবার যথারীতি দাম বৃদ্ধি হতে শুরু করেছে। বাজারে এখন বেগুন ৮০ টাকা কিলো পিয়াজ চল্লিশ টাকা কিলো, আলু চল্লিশ টাকা কিলো ঝিঙে ৬০ থেকে ৮০ টাকা কিলো বিক্রি হচ্ছে। মাত্র দুদিনের জন্য সবজির দাম নিয়ন্ত্রণে আসার পর আবার কি কারনে দাম বৃদ্ধি হচ্ছে তা বোধগম্য হচ্ছে না।
এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূল্যবৃদ্ধি রোধে গঠিত টাস্ক ফোর্সকে ব্যবস্থা নিয়ে আর কথা বললেও সেই টাস্ক ফোর্স এর কাজ কি তা এখনো বোধগম্য হচ্ছে না। কেন জিনিসপত্রের দাম মধ্যবিত্তের নাগালের মধ্যে আসছে না তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী নির্দেশ সত্বেও সেভাবে বাজারগুলিতে প্রশাসন তৎপরতা দেখাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।