আন্তর্জাতিক বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

” জ্ঞানতাপস ডক্টর মুহম্মদ শহীদুল্লাহের নামে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার আহবান”

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : প্রখ্যাত ভাষাবিজ্ঞানী, ইতিহাসবিদ, ভাষাসৈনিক, মহান ওলিয়ে কামেল,সুফিয়ে বরহক, মুফাক্কিরে ইসলাম, শামসে আলম, পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আল্লামা ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ (রহ:) (১৮৮৫-১৯৬৯) এর ৫৫ তম মৃত্যু বার্ষিকী স্মরণে ইতিহাস ঐতিহ্য বিষয়ক অনিয়মিত কাগজ কিরাত বাংলার আয়োজনে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর জীবন কর্মের উপর জাতীয় সেমিনার গতকাল বৃহস্পতিবার (১২ জুলাই ২০২৪ ) চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে বিশিষ্ট ইতিহাসবেত্তা ও কিরাত বাংলার সম্পাদক সোহেল মোহাম্মদ ফখরুদ-দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, ওয়ার্ল্ড মুসলিম হিস্ট্রি এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মুহাম্মদ শওকত আলী নূর। চট্টগ্রামে সেমিনারে বিজ্ঞ আলোচক গন বলেছেন, জ্ঞানতাপস ডক্টর মুহম্মদ শহীদুল্লাহের নামে বাংলাদেশে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার আহবান জানান । সেমিনারে বক্তারা আরো বলেছেন , ঐতিহাসিক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্য, বাংলার ইতিহাস, মাতৃভাষা বাংলা রক্ষা,

বাংলায় বর্ণ আবিস্কারে চর্যাপদ, ধর্ম, সভ্যতা বিকাশে অসামান্য অবদান রেখেছেন। তিনি বাঙালি জাগরনের কালজয়ী মনীষী। বাঙ্গালী মুসলমানকে শিক্ষায় আলোদানে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন, কালের গৌরব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও এই বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে স্থাপনের জায়গা নির্ধারনে সেই সময়ের সরকারের উচ্চ পর্যায়ের কমিটিতে সুপারিশ ক্রমে ভুমিকা রেখেছেন। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ মাতৃভাষা বাংলাকে সর্বোচ্চ ভালোবেসেও সংস্কৃত, আরবি, ফার্সি ভাষায় তো বটেই সুপণ্ডিত হয়েছেন ১৮টি ভাষায়। বলতে ও লিখতে শিখেছেন ২৭টি ভাষা, গবেষণা করেছেন ৪০টি বিভিন্ন ভাষা নিয়ে। উপমহাদেশে ইতিহাসে তাঁর মতো গবেষক, জ্ঞান তাপস ও পণ্ডিত বিরল।ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন একইসঙ্গে অসাম্প্রদায়িক চেতনার মানুষ এবং ব্যক্তি জীবনে নিষ্ঠাবান ধার্মিক ও আশেকে রাসুল (সা:)। তিনি হযরত আবু বক্কর সিদ্দিক ফুরফুরা হযরতে অন্যতম খলিফা ছিলেন।

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তিনি প্রথম প্রিয়নবীজী (সা:) এর সান ও মানবৃদ্ধি করতে পবিত্র ঈদে মিলাদুন নবী (সা:) মাহফিল শুরু করেন। সেমিনারে বক্তারা আরো বলেছেন,অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে জ্ঞানতাপস ড.মুহম্মদ শহীদুল্লাহর জীবনী আবার স্কুল/ মাদ্রাসা / কলেজের পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করে এই জাতিকে আবার শুদ্ধ পথে এনে বিবেকবান নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মা, মাতৃভাষা, মাতৃভূমির প্রতি জাতিকে শ্রদ্ধাশীল করে তুলতে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর আদর্শের কোন বিকল্প নেই। সেমিনারের উদ্ভোদন করেন

কিরাত বাংলার প্রধান সম্পাদক, লেখক লায়ন দুলাল কান্তি বড়ুয়া। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আগ্রাবাদ জাতিতাত্ত্বিক যাদুঘরের উপ পরিচালক, ইতিহাসবিদ ড.আতিউর রহমান,লেখক গবেষক মোহাম্মদ কামাল উদ্দিন, মরমী কবি শাহাজাদা এস এম সিরাজ উদ দৌলা, আন্তর্জাতিক খ্যাতিমান গবেষক

ড. সবুজ বড়ুয়া শুভ, ভাষাগবেষক অধ্যাপক ডা. মআআ মুক্তাদীর, সাংস্কৃতিক সংগঠক ভাস্কর ডিকে দাশ মামুন , কাজী গোলাপ রহমান, ওসমান জাহাঙ্গীর, বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতির মহাসচিব মাস্টার আবুল হোসাইন, বিশিষ্ট কলামিস্ট, কবি জামশেদ উদ্দিন, যুব সংগঠক মোহাম্মদ সালাউদ্দিন খোকন, লেখক হানিফ মান্নান কাদেরী, আবদুর রহমান জুনায়েদ, মরমী গবেষক মো.নাজমুল হক শামীম, কবি দেলোয়ার হোসেন মানিক, প্রবীন শিক্ষাবিদ লায়ন সমীরন বড়ুয়া, আল কোরআন গবেষক আবুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা গোলাম নবী,

কবি সাফাত বিন সানাউল্লাহ, প্রবীন সাংবাদিক অমর কান্তি দত্ত, কবি অধ্যক্ষ সিহাব উদ্দিন চৌধুরী প্রমুখ। সভায় কিরাত বাংলা কতৃক দুইজন লেখক গবেষক যথাক্রমে মরমী কবি গবেষক শাহজাদা এস এম সিরাজ উদ দৌলাহ ও আন্তর্জাতিক খ্যাতিমান লেখক গবেষক ড. সবুজ বড়ুয়া শুভ কে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি

( স্বর্ণপদক সম্মান ) ২০২৪ প্রদান করা হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ