কলকাতা 

কলকাতা হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ঢোলাহাটের মৃত আবু সিদ্দিকের পরিবারের ! অভিযোগ শুনলে চমকে যাবেন!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পুলিশের নারকীয় অত্যাচারের ফলে মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের এক যুবকের। অভিযোগ তেসরা জুলাই ঢোলাহাট থানায় এক চুরির অভিযোগ দায়ের হয় এলাকার স্থানীয় যুবক আবু সিদ্দিকের বিরুদ্ধে। আবু সিদ্দিক একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। পরের দিন চৌঠা জুলাই ভোরবেলা আবু সিদ্দিককে কে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ এর পরই নাকি তার উপরে নারকীয় নির্যাতন চালায় ঢোলাহাট থানার পুলিশকর্মী। সামাজিক সম্মান ও অন্যান্য দিক লক্ষ্য রেখে আমরা সেই পুলিশকর্মীর নাম এখানে প্রকাশ করছি না। কিন্তু ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে আবু সিদ্দিকের পরিবারের লোকেরা।

আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হয়। সেখানে আবু সিদ্দিক এর পরিবারের আইনজীবীরা বিচারপতির কাছে অভিযোগ করেন জামিন দেওয়ার নাম করে ওই থানার এক পুলিশ অফিসার এক লক্ষ ৭৫ হাজার টাকা নিয়েছেন। এমনকি আবু সিদ্দিককে যাতে মারধর করা না হয় তার জন্যও এই টাকা নেয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে বিচারপতির কাছে অভিযোগ জানানো হয়েছে। শুধু তাই নয় আবু সিদ্দিকের মৃত্যু হয়েছে প্রচন্ড পরিবারে শারীরিক নির্যাতন করার জন্য বলে অভিযোগ করা হয়েছে এমনকি তার শরীরে ইলেকট্রিক শক দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

Advertisement

বিচারপতি এই অভিযোগ শোনার পরেই জানতে চান থানায় সিসিটিভি রয়েছে কিনা থানার পক্ষ থেকে বিচারপতির সামনে বলা হয় যে গত ২৩ শে জুন থেকে থানার সিসিটিভি খারাপ রয়েছে। কিন্তু দশ দিন ধরে সি সি টিভি খারাপ থাকার পরেও কেন তা সারানো হলো না সেই প্রশ্নের উত্তর অজানা থেকে গেছে। এরপর পুলিশ গ্রেপ্তার করার পর তাকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেই হাসপাতালে সিসিটিভি ও চেয়ে পাঠিয়েছে আদালত একই সঙ্গে যে হাসপাতালে তার মৃত্যু হয়েছে সেখান থেকেও সিসিটিভি ফুটেছে চেয়ে পাঠানো হয়েছে। সব মিলিয়ে আবু সিদ্দিক খুনের পেছনে যে পুলিশের একটা বড় ভূমিকা রয়েছে, তা নিয়ে কোন সন্দেহ নেই বলে বিশেষজ্ঞ মহল মনে করছে।

এদিকে পুলিশের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে যে যে পুলিশ কর্মীর বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং তদন্তের কাজ শেষ হওয়ার পরই ব্যবস্থা নেয়া হবে। প্রশ্ন উঠেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও। তিনি সব বিষয়ে যেখানে মন্তব্য করেন সেখানে ঢোলাহাটের এই চোর সন্দেহে গ্রেফতারকৃত যুবকের মৃত্যু নিয়ে নীরব কেন?


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ