Mamata Banerjee: ১০ দিনের মধ্যে আলু পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর!
বাংলার জনরব ডেস্ক : আলু থেকে পেঁয়াজ,পেঁয়াজ থেকে আটা ময়দা থেকে শাকসবজি দাম আকাশ ছোঁয়া। বাজারে আগুন জ্বলছে এই পরিস্থিতিতে মধ্যবিত্ত সমাজ দিশেহারা। ঠিক করে বাজার করতেও পারছে না মধ্যবিত্ত সম্প্রদায়। আর এই পরিস্থিতিতে ময়দানে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ মঙ্গলবার নবান্নে মূল্যবৃদ্ধি রোধে গঠিত টাস্ক ফোর্স কমিটির বৈঠক বসে। এই বৈঠকে মুখ্যমন্ত্রীর করা নির্দেশ আগামী ১০ দিনের মধ্যে সব জিনিসের দাম কমাতে হবে। কিভাবে কমবে দাম? সেই গাইডলাইনসও তৈরি করে দিলেন তিনি।
মুখ্যমন্ত্রীর নির্দেশ, কোল্ড স্টোরেজে অতিরিক্ত আলু মজুত রাখা চলবে না। নাসিকের বদলে রাজ্যের চাষিদের কাছ থেকে কিনতে হবে পিঁয়াজ। রাজ্যের চাহিদা না মিটিয়ে ভিনদেশে পাঠানো যাবে না সবজি।
এর পাশাপাশি বেশি দামে সবজি বিক্রি আটকাতে টাস্কফোর্সকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন তিনি। প্রতি সপ্তাহে রিপোর্ট দিতে হবে তাঁকে।