কলকাতা 

ফের গণপিটুনি! ভাঙড় থানার অদূরে চোর সন্দেহে পিটিয়ে খুন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ফের গণপিটুনি। এবার কলকাতা পুলিশ এলাকায় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এ। আজ রবিবার ভোররাতে ভাঙড় থানা থেকে অদূরে চোর সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আজগার আলি মোল্লা (৩৬)। বাড়ি ভাঙড়ের ফুলবাড়ি এলাকায়। ডেকরেটার্সের ব্যবসা করতেন বলে খবর। তাঁর কাছে অনেকে কাজও করতেন। এমন একজন ব্যবসায়ীকে চোর সন্দেহে বেধড়ক মারধরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, ভাঙড় বাজারে পর পর চুরি হচ্ছিল। রাত পাহারার লোক থাকলেও চুরি আটকানো যাচ্ছিল না। এদিন নাকি চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে যান আজগার। তখনই দোকানে বেঁধে তাঁকে বেধড়ক মারধর করা হয়।

Advertisement

আবার অন্য একটি সূত্রে খবর, শনিবার ভাঙড়ে ছেলেধরা গুজব রটেছিল। ভাঙড়ের এক স্কুল থেকে দুই কিশোরীকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে গুজব রটে যায়। এর মধ্যে এদিন সকালে রটে যায়, আজগার দুই নাবালিকাকে নিয়ে দিঘা যাচ্ছেন। এর পরই এলাকাবাসী তাঁকে আটকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তবে পুলিশের তরফে এবিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বর্তমানে কলকাতা পুলিশের আওতায় পড়ে ভাঙড় থানা। সেই থানা থেকে মাত্র ৫০০ মিটার দূরে এই ঘটনা ঘটেছে বলে খবর। মৃত্যুর পর ঘটনাস্থলেই পড়েছিল দেহ। ফলে পুলিশি সক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন।

বেশ কয়েক সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে কখনো চোর সন্দেহে, কখনো ছেলে ধরা সন্দেহে পিটিয়ে মারার ঘটনা ঘটে চলেছে। প্রতিদিনই কোথাও না কোথাও এই ধরনের ঘটনা ঘটছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ