আন্তর্জাতিক 

ব্রিটেনের সাধারণ নির্বাচনে লাল ঝড়! সরকার গড়তে চলেছে লেবার পার্টি

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : লাল ঝড়ে উত্তাল সমগ্র ব্রিটেন। ভারতীয় সময় সকাল সাড়ে নটা পর্যন্ত খবর ৩২৬ টি আসন পেয়ে ব্রিটেনে ক্ষমতাসীন হতে চলেছে লেবার পার্টি। ভারতীয় সময় রাত বারোটা থেকে ভোট গণনা শুরু হলে প্রথম থেকেই হোঁচট খেতে থাকে শাসক দল কনজারভেটিভ পার্টি। শেষ খবর খবর পাওয়া পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল ১০০ আসন পেয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ব্রিটেনজুড়ে ৬৫০টি আসনের নির্বাচন হয়। ভোটগ্রহণ শেষ হতেই শুরু হয় গণনা। ওয়াকিবহাল মহলের অনুমান, শুক্রবারের মধ্যেই জানা যাবে কোন দলের হাতে যাচ্ছে ব্রিটেনের রাশ।

Advertisement

শুক্রবার সকালে পরাজয় কার্যত মেনে নিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী সুনাক। প্রতিদ্বন্দ্বী স্টার্মারকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “ব্রিটেনের জনতা খুব স্পষ্ট জনাদেশ দিয়েছেন। এই ফলাফল থেকে অনেক কিছু শিখতে হবে। অনেক ভাবনা চিন্তা করতে হবে।” ভারতীয় বংশোদ্ভূত ঋষির প্রধানমন্ত্রী কুরসি যাচ্ছে, সেটা নিশ্চিত। কিন্তু আগামী দিনে কনজারভেটিভ পার্টির নেতা হিসাবে তিনি থাকবেন কিনা, এখনও জানা যায়নি। সুনাক জানিয়েছেন, ফলপ্রকাশের পর লন্ডনে গিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়বেন। তার পরে ফিরে যাবেন নিজের ইয়র্কশায়ারের বাড়িতে।

সূত্রের খবর, ইতিমধ্যেই সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে লেবার পার্টি। ৩২৬টি আসন তারা জিতে নিয়েছে বলে ভারতীয় সময় সকাল সাড়ে নটা পর্যন্ত খবর। অন্যদিকে, ১০০ আসন থেকেও এখনও বহুদূরে সুনাকের দল। কনজারভেটিভ পার্টির স্বরাষ্ট্রমন্ত্রী হেরে গিয়েছেন বলে খবর। তবে দলের ভরাডুবির দায় পুরোপুরি নিজের কাঁধে নিয়েছেন সুনাক। অন্যদিকে ফলপ্রকাশের পরে ভাবী প্রধানমন্ত্রী কের স্টার্মারের প্রতিক্রিয়া, ‘আমরা জিতে দেখিয়েছি’। মোট কত আসনে গিয়ে থামবে লেবার পার্টি, সেই নিয়েই চর্চা চলছে ব্রিটিশ রাজনৈতিক মহলে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ