খাস কলকাতায় বাড়িতে ঢুকে লুটপাটের চেষ্টা বাধা দিতেই চলল গুলি! গ্রেফতার তিন
বাংলার জনরব ডেস্ক : বৃহস্পতিবার সন্ধ্যায় টালিগঞ্জ থানার এলাকায় লেক অ্যাভিনিউ রোডের এক বাড়িতে ঢুকে লুটপাটের চেষ্টা। গৃহকর্ত্রী চিৎকার করতেই চালানো হল গুলি। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন জনই ভিন্রাজ্যের বাসিন্দা।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় লেক অ্যাভিনিউ রোডের বাসিন্দা এক ব্যক্তির বাড়িতে তিন যুবক হানা দেন। ওই তিন জনের মধ্যে এক জন ওই ব্যক্তির পূর্বপরিচিত। কিন্তু পূর্বপরিচিতের সঙ্গে বাকি দু’জনকে দেখে কিছুটা অবাক হন গৃহকর্তা। কিছু বুঝে ওঠার আগেই বাড়ির ভিতর ঢুকে পড়েন ওই তিন জন। অভিযোগ, লুটপাটের চেষ্টা চলে। কিন্তু গৃহকর্ত্রী চিৎকার শুরু করায় লুটপাট বাধাপ্রাপ্ত হয়। অভিযোগ, তার পরেই এক রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় তিন জন। তবে এই ঘটনায় কেউ আহত হননি।
পরে তিন জনকেই আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন এই ঘটনা, এর নেপথ্যে আর কারা কারা আছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।