অপ্রত্যাশিতভাবে রবিবার নয় বৃহস্পতিবার বিকেলেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন! নেপথ্যে রহস্য?
বিশেষ প্রতিনিধি : গতকাল বুধবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন চম্পাই সোরেন। এরপর জেএমএম কংগ্রেস জোটের পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এখানে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে যেমন সরেনের নাম সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়। সেইমতো বৃহস্পতিবার দুপুরে রাজ্যপালের কাছে জোটের নেতারা দেখা করে তাদের পছন্দের মুখ্যমন্ত্রীর নাম এবং সমর্থন তুলে দেন। রাজ্যপাল আগামী রবিবার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে জানিয়ে দেন।
কিন্তু দেখা যায় রবিবার শপথ গ্রহণের কথা বলা হলেও বৃহস্পতিবার দুপুরের পরেই সিদ্ধান্ত হয়ে যায় যে না আজ বিকেলে শপথ নেবেন মুখ্যমন্ত্রী হিসাবে হেমন্ত সোরেন। সেইমতো বৃহস্পতিবার বিকেলে ই তিনবারের মতো শপথ নিলেন মুখ্যমন্ত্রী হিসাবে জে এম এম নেতা হেমন্ত সোরেন।
সূত্রের খবর বুধবারের জেএমএম দলের পরিষদীয় দলের বৈঠকে প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেনকে সরে যাওয়ার কথা বলা হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। আর এই সুযোগে বিজেপি সময় পেলে ওই রাজ্যে জিএমএম দলে ভাঙ্গন ধরাতে পারেন এই ভয় থেকেই কি আগে শপথ নিলেন হেমন্ত সোরেন? তবে মনে করা হচ্ছে এটাও একটা কারণের মধ্যে পরে।