মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের বিরুদ্ধে মানহানি মামলা রাজ্যপালের, আগামীকাল শুনানির সম্ভাবনা
বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মানহানির মামলা করলেন খোদ রাজ্যপাল। আগামীকাল অর্থাৎ বুধবার বিচারপতি কৃষ্ণা রাও-এর এজলাসে শুনানির সম্ভাবনা রয়েছে। রাজ্যের একজন প্রশাসনিক প্রধানের এই প্রথম সম্ভবত রাজ্যের একজন সাংবিধানিক প্রধান মামলা করলেন যা এক কথায় নজিরবিহীন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে তৈরি হওয়া বিতর্কের মাঝে রাজ্যপাল সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিলেন। তাতে রাজ্যপালের মানহানি হয়েছে বলে দাবি করেছিলেন সি ভি আনন্দ বোস।
একাধিক ইস্যুতে রাজ্য-রাজভবনের সংঘাত চলছে। তবে সম্প্রতি উপনির্বাচনে নবনির্বাচিত দুই বিধায়কের শপথ নিয়ে রাজভবন-বিধানসভার জটিলতা আরও বেড়েছে। রাজ্যের শাসকদল ও বিধানসভার স্পিকার জটিলতা কাটাতে নানাভাবে সক্রিয় ভূমিকা পালন করছেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর দাবি, রাজভবনে (Raj Bhawan) গিয়েই শপথ নিতে হবে বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারকে। আর দুই বিধায়ক চান, রাজভবনে নয়, রাজ্যপাল বিধানসভায় এসে শপথ পড়ান। এসবের মাঝে শাসকদল ও মুখ্যমন্ত্রীর ভূমিকায় ক্ষুব্ধ রাজ্যের সাংবিধানিক প্রধান।
এই ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে চান বলে আগেই জানিয়েছিলেন সি ভি আনন্দ বোস। শুক্রবার দিল্লিতে (New Delhi) কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর নিজেই তা জানিয়েছিলেন তিনি। মঙ্গলবার হাই কোর্টে সেই মামলা দায়ের করলেন বোস। বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।