সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে মূক ও বধির বাচ্চাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান
সংবাদদাতা: সম্প্রতি ‘সোনার বাংলা ফাউন্ডেশনে’র পক্ষ থেকে সূর্য-পুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে প্রায় ১৫০ জন মূক ও বধির বাচ্চাদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেখানে বাচ্চাদের দুপুরে মধ্যাহ্নভোজ এবং তাদের উপহার সামগ্রী দেওয়া হয়। বাংলায় একটা কথা আছে যে, ‘‘না খেয়ে ঘুমানো বারণ’’ এই কথাতে আমরা সবাই বিশ্বাসী এবং আমাদের সোনার বাংলা পরিবার এরকম শত শত অসহায় মানুষের কাছে প্রতিনিয়ত পৌঁছে যাচ্ছে প্রচারের আলোয় না এসেও। আমরা বিগত দিনে যে কাজ গুলো করে এসেছি: দুস্থ বাচ্চাদের শিক্ষা সামগ্রী দেওয়া, পিছিয়ে পড়া শ্রেণির মেধাবী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ থেকে শুরু করে রোগীদের চিকিৎসা ক্ষেত্রে সাহায্য করা, সপ্তাহে একদিন করে ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়া, বিভিন্ন awarness ক্যাম্প, থ্যালাসেমিয়া সচেতনতা শিবির, রক্তদান শিবির সহ অসহায়দের জন্য আইনি সহায়তা ক্ষেত্রেও বড় ভূমিকা রেখে এসেছে এতদিন ধরে এবং আগামীতেও এই কর্মসূচি আমাদের পরিবারের পক্ষ থেকে চলতে থাকবে।
আমাদের লক্ষ্য এটাই যে, আগামীতে আমরা সারা রাজ্যব্যাপী এই সমস্ত কর্মসূচি পালন করতে চাইছি। সংগঠনের কর্ণধার শাবানা পারভীন মানুষের উদ্দেশ্য আবেদন করেছেন, মনের জোরে এই কাজ করে চলেছি। সে ভাবে কোথাও থেকে কোন সহযোগিতা পাই না। বাচ্চাদের সপ্তাহে ১ দিন করে খেতে দিতে হিমশিম খেতে হচ্ছে। কখনো কখনো পেরে উঠছি না। তবে মনোবল ভাঙবো না, চালিয়ে যাচ্ছি। পাশে থাকার আর্জি রইলো সকলের।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের স্বরোজগার নিগমের চেয়ারম্যান মাননীয় তন্ময় ঘোষ মহাশয়, ডানকুনি INTTUC এর চেয়ারম্যান মাননীয় দেবাশীষ নন্দী, মহাশয়, স্বনামধন্য চিকিৎসক ডক্টর প্রিয়নজিৎ কুমার কয়াল সংগঠনের, প্রদীপ কুমার পাত্র মহাশয়, বিমান ঘোষ মহাশয়। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের কর্ণধার শাবানা পারভীন মহাশয়া সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা সংগঠনের সদস্য এবং সদস্যা বৃন্দ।