কলকাতা 

আরও দাম কমল পেট্রোপণ্যের , স্বস্তিতে বিজেপি সরকার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ২০১৮-এর শেষ কয়েক দিনে পেট্রোপণ্যে দাম অনেকটাই কমেছে । আর এতে মধ্যবিত্ত সমাজে এসেছে স্বস্তির নিঃশ্বাস । মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম কমে হয়েছে লিটারপ্রতি ৭১.৮৯ টাকা। গত বছর ১৬ ডিসেম্বরের পর কলকাতায় এত কম দামে বিক্রি হয়নি পেট্রোল।

পেট্রোলের পাশাপাশি কমেছে ডিজেলের দামও। এ দিন শহরের ডিজেলের দাম কমে হয়েছে লিটার প্রতি ৬৫.৫৯ টাকা। চলতি বছরের শুরু থেকেই দেশ জুড়ে বাড়তে থাকে জ্বালানির দাম। বিশেষ করে আগস্ট মাস থেকে  লাফিয়ে বাড়ে তেলের দাম। ৩ অক্টোবর নতুন রেকর্ড গড়ে কলকাতায় ১ লিটার পেট্রল বিক্রি হয় ৮৫.৮০ পয়সায়। এর পর রাজ্য সরকার ১ টাকা কর কমালে কিছুটা কমে তেলের দাম। যদিও ১৭ অক্টোবর পর্যন্ত চলে দামবৃদ্ধি।

Advertisement

জ্বালানির দাম প্রত্যাশিত বৃদ্ধিতে বেকায়দায় পড়ে কেন্দ্রীয় সরকার। বিরোধীদের তো বটেই সাধারণ মানুষের তোপের মুখেও পড়ে তারা। তিন রাজ্যে বিধানসভা ভোটের ফলাফলে যে এই তেলের দামে প্রভাব ফেলেছে তা বলাই বাহুল্য।

কিন্তু বছরের শেষে তেলের দাম কমতে শুরু করায় লোকসভা নির্বাচনের আগে অনেকটাই স্বস্তি পাবে কেন্দ্র। তবে জানা গেছে , আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ায় তাই জ্বালানি তেলের দাম কমেছে । যদি এই ধারাবাহিকতা লোকসভা নির্বাচন পর্যন্ত বজায় থাকে তাহলে মোদী সরকারের কাছে অনেকটাই সুবিধা জনক হবে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × two =