“হিন্দুরা কখনও ভয়, হিংসা ছড়াতে পারে না,কিন্তু বিজেপি সর্বক্ষণ ভয়, ঘৃণা ছড়িয়ে বেড়ায়” : রাহুল গান্ধী
বাংলার জনরব ডেস্ক : হিন্দুত্বের প্রশ্নে রাহুল গান্ধী এবং নরেন্দ্র মোদির মধ্যে তীব্র বিতর্কে উত্তাল হয়ে উঠল লোকসভা। রাহুল গান্ধী এতিম লোকসভায় বক্তব্য রাখতে উঠে বলেন হিন্দুরা কখনোই অসহিষ্ণু নয় তারা কখনোই দাঙ্গা করে না তারা অশান্তি করে না। কিন্তু বিজেপি গোটা দেশে হিংসা এবং ঘৃণা ছড়িয়ে চলেছে। যদিও আমাদের মনে রাখতে হবে যে বিজেপি এবং আরএসএসই সম্পূর্ণ হিন্দু সম্প্রদায় নয়। কংগ্রেস নেতার এই মন্তব্যের পরেই আসরে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রাহুলকে উদ্দেশে তিনি বলেন, আপনি এভাবে গোটা হিন্দু সম্প্রদায়কে দোষারোপ করতে পারেন না।
সোমবার শুরুতে নিট (NEET) প্রশ্নফাঁস কাণ্ড এবং কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সংসদে সরব হন রাহুল। তুলোধোনা করেন কেন্দ্রকে। কংগ্রেস নেতা মন্তব্য করেন, সরকারের অন্যায় বা ভুল নিয়ে প্রশ্ন তুললেই প্রতিহিংসার মুখে পড়তে হচ্ছে। বিরোধী নেতাদের জেলে ভরা হচ্ছে। আমার উপরেও আক্রমণ হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে বাড়ি। ৫৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
আজ সোমবারের অধিবেশনে রাহুল গান্ধী একজন বিরোধী দলনেতা হয়ে বক্তব্য রেখেছেন দেশের সমস্ত বিরোধী নেতাদের হয়ে কথা বলেছেন যা থেকে এটা তিনি প্রমাণ করেছেন দেশের বিরোধী দলনেতা হিসেবে তিনি অনেকটাই সাফল্য পেয়েছেন।
শিবের ছবি নিয়ে সংসদে সুর চড়ান রাহুল। শিবের ছবি দেখিয়ে তিনি বলেন, “আপনি যদি প্রভু শিবের ছবি দেখেন, তবে বুঝবেন হিন্দুরা কখনও ভয়, হিংসা ছড়াতে পারে না। কিন্তু বিজেপি সর্ব ক্ষণ ভয়, ঘৃণা ছড়িয়ে বেড়ায়।” শিবের অভয়মুদ্রার সঙ্গে কংগ্রেসের নির্বাচনী প্রতীক হাতেরও যোগসূত্র টানেন রাহুল। একই সঙ্গে রায়বরেলীর কংগ্রেস সাংসদ বলেন, “মোদী, বিজেপি, আরএসএস-ই কেবল হিন্দু নয়।” তার পরই লোকসভায় হইচই শুরু হয়ে যায়।
রাহুলকে ক্ষমা চাইতে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “উনি (রাহুল) জানেন না কোটি কোটি মানুষ নিজেকে গর্বভরে হিন্দু বলে থাকেন। কোনও ধর্মের সঙ্গে হিংসাকে জড়িয়ে দেওয়া ভুল। তাঁর ক্ষমা চাওয়া উচিত।” রাহুলকে আক্রমণ করতে গিয়ে কংগ্রেস আমলের জরুরি অবস্থা এবং শিখ-বিরোধী হিংসার প্রসঙ্গ তোলেন শাহ।
তাঁর হিন্দু মন্তব্যের জেরে সংসদে হট্টোগোল শুরু হয়। বিরোধী দলনেতার বক্তব্যের মাঝেই আসরে নামেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি রাহুলের হিন্দু মন্তব্যের বিরোধিতা করেন। বিজেপির বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগের প্রতিবাদ করেন তিনি। বলেন, এভাবে কোনও দলকে দোষারোপ করা যায় না। উল্লেখ্য, এদিন রাহুল অযোধ্যায় বিজেপির হার নিয়েও কটাক্ষ করেন। রামজন্মভূমিতে গরিবকে উচ্ছেদ করে বিমানবন্দর হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বিনিময়ে প্রাপ্য দেওয়া হয়নি সাধারণ মানুষকে। এর পরেই মোদি উঠে দাঁড়ান। রাহুলকে উদ্দেশে তিনি বলেন, আপনি এভাবে গোটা হিন্দু সম্প্রদায়কে দোষারোপ করতে পারেন না। অন্যদিকে এদিন ফের তাঁর মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ করলেন বিরোধী দলনেতা রাহুল।