দেশ 

নিম্ন আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের, জামিন হলো না কেজরিওয়ালের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট। এর ফলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন হলো না। ফলে আপতত তিহাড়েই থাকতে হবে কেজরীওয়ালকে।

আবগারি দুর্নীতি মামলায় কেজরীকে গ্রেফতার করেছিল ইডি। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁর জামিন মঞ্জুর করে। ইডি কেজরীর জামিন ৪৮ ঘণ্টা পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল। যা গ্রাহ্য হয়নি। বিচারক ন্যায় বিন্দু কেজরীকে জামিন দেন। শুক্রবার সকালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ইডির আবেদনে সাড়া দিয়ে কেজরীওয়ালের জামিন স্থগিত রাখে দিল্লি হাই কোর্ট।

Advertisement

শুক্রবার জরুরি ভিত্তিতে ইডির আবেদন মামলা শোনে হাই কোর্ট। তবে শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল। মঙ্গলবার বিচারপতি সুধীরকুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দুদেজার অবকাশকালীন বেঞ্চ রায় ঘোষণার সময় বলে, ‘‘ট্রায়াল কোর্টের এমন কোনও নির্দেশ দেওয়া উচিত হয়নি, যা হাই কোর্টের রায়ের বিপরীত।’’ একই সঙ্গে উচ্চ আদালত এ-ও জানায়, নিম্ন আদালত নির্দেশ দেওয়ার সময় দলিল এবং যুক্তি যথাযথ ভাবে মূল্যায়ন করেনি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ