কলকাতা 

মমতা বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ পদক্ষেপ উদ্বাস্তুদের জমির মালিকানা দেওয়ার সিদ্ধান্ত

শেয়ার করুন
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : উদ্বাস্তুদের পাশে দাঁড়ানোর কথা কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে বলেছিলেন। সেটা যে শুধু কথার কথা নয়; তা তিনি প্রমাণ করলেন । আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী সিদ্ধান্তটি নিয়েই ফেললেন ।

সোমবার  মুখ্যমন্ত্রী ক্যবিনেট বৈঠকের পর  ঘোষণা করেন, মেদিনীপুর-খড়গপুরের খাসমহলে প্রায় এক লক্ষ মানুষকে জমির মালিকানা দেওয়া হবে। এখানে মোট ১৬১৮ একর খাস জমি রয়েছে। তাঁদের অধিকার দেওয়া হবে। উদ্বাস্তু কলোনিকে দেওয়া হবে সরকারি স্বীকৃতি। আলিপুরদুয়ারেও বেশ কিছু পরিবারকে জমির মালিকানা দেওয়া হবে।

Advertisement

তিনি আরও বলেন , আমরা হিন্দু-মুসলিম আলাদা করে বিচার করি না । মানুষের পাশে দাঁড়ায় । এক লাখ মানুষকে যে জমির মালিকানা সিদ্ধান্ত হয়েছে সেখানে সব সম্প্রদায়ের মানুষকে দেওয়া হবে ।


শেয়ার করুন
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

14 − eleven =