পার্ক সার্কাস লেখক শিল্পী মহলে রবীন্দ্র নজরুল সন্ধ্যা
বিশেষ প্রতিনিধি : সংবাদদাতা, বাংলার জনরব: প্রতি ইংরেজি মাসের চতুর্থ রবিবার নির্ধারিত সুচি অনুযায়ী চলতি মাসের ২৩শে জুন ২০২৪ সন্ধ্যায় এক ভাবগম্ভীর পরিবেশের মধ্যে দিয়ে উদযাপিত হলো রবীন্দ্র নজরুল সন্ধ্যা। গানে, কবিতায়, কথায় মুখর হলো পার্ক সার্কাস চক্রবর্তী হাউসে লেখক শিল্পী মহলের স্থায়ী অনুষ্ঠান কক্ষ।
চারিদিকে চমকদারি চটুল গান-বাজনায় যখন নতুন প্রজন্ম বিভোর তখন পার্ক সার্কাস লেখক শিল্পী মহলের উদ্যোক্তারা ভারতীয় শাশ্বত সংস্কৃতির ধারাকে বয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। মহলের স্রষ্টা বিমলেন্দু চক্রবর্তী এবং তাঁর সহধর্মিনী প্রতিমা চক্রবর্তীর অবর্তমানে তাঁদের প্রজন্মরা শিল্পী মহলের সুস্থ সাংস্কৃতিক চর্চাকে অব্যাহত রেখেছেন। তাই বাংলা সাহিত্য সংস্কৃতির দুই পুরোধা কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের আদর্শকে সম্মান জানাতেই ওই মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁরা।
এদিন ভিন্ন ভিন্ন স্বাদের রবীন্দ্র ও নজরুল গীতি পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মনোরঞ্জন করেন শিল্পী সুপ্রতীম চক্রবর্তী, প্রশান্ত দাস, ডালিয়া দত্ত, মায়া দাস, সুমিতা মন্ডল, শিপ্রা দাস, বর্ণালী দাস ও সর্বানী চক্রবর্তী।
বিশ্বখ্যাত দুই বিদগ্ধ কবির বাঙালি সাহিত্য সংস্কৃতিতে অবদান সম্পর্কিত প্রাঞ্জল আলোচনা করেন শিল্পী মহলের অন্যতম অভিভাবক বিশিষ্ট সাহিত্যিক অভিযান বন্দ্যোপাধ্যায়। বিশিষ্ট কথাশিল্পী ও কবি সেখ আব্দুল মান্নান দুই কিংবদন্তি কবিকে শ্রদ্ধা জানিয়ে দুখানি স্বরচিত কবিতা পাঠ করে শোনান।
বাচিক শিল্পী সোনালী রায় ও প্রশান্ত চক্রবর্তী অনুষ্ঠানে রবীন্দ্র-নজরুলের কবিতা আবৃত্তি করে সবাইকে মুগ্ধ করে দেন।
অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন সর্বানী চক্রবর্তী। সব সংগীত শিল্পী কে তবলায় সহযোগিতা করেন অমিত কুমার পাল। এদিন অনুষ্ঠানে যাদু পরিবেশন করে সবাইকে তাক লাগিয়ে দেন সুদূর বাঁকুড়া নিবাসী যাদুকর ও কবি শুকদেব দাস।
এদিন রুচিশীল অনুষ্ঠানের সমাপন হয় ইন্দ্রানী চক্রবর্তী,সর্বানী চক্রবর্তী ও সুমিতা মন্ডলের সমবেত সঙ্গীত দিয়ে।