জেলা 

তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ বারুইপুরে, গ্রেফতার প্রেমিক

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। অভিযোগ তাঁরই প্রেমিকের বিরুদ্ধে। শুক্রবার রাত থেকে ওই তরুণী নিখোঁজ ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ।

ঘটনাটি বারুইপুর থানা এলাকার। নির্যাতিতা তরুণী নরেন্দ্রপুরের বাসিন্দা। বারুইপুরে মামাবাড়িতে এসেছিলেন তিনি। সেখানেই মদনপুর এলাকায় অভিযুক্তের বাড়ি। পুলিশ সূত্রে খবর, দু’দিন নিখোঁজ ছিলেন তরুণী। স্থানীয় জলাশয়ে তাঁর দেহ ভেসে ওঠে। পরিবারের তরফে ধর্ষণ এবং খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের লোকজন জানিয়েছেন, শুধু ওই যুবক নন, আরও কয়েক জন মিলে তরুণীকে ধর্ষণ করেছিলেন। অভিযোগের ভিত্তিতে প্রেমিক এবং আরও এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

মৃতের পরিবার জানিয়েছে, শুক্রবার রাত ৮টা নাগাদ ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তরুণী। তার পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। রাত ১১টায় তাঁর ফোন বন্ধ হয়ে যায়। এখনও সেই ফোন খুঁজে পাওয়া যায়নি। বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, ‘‘তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। মূল অভিযুক্ত-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা তদন্ত করছি।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ