বন্দুক হাতে স্কুলে দুই পড়ুয়া! চাঞ্চল্য রেজিনগরে
বাংলার জনরব ডেস্ক : নবম শ্রেণীর ছাত্র শনিবার যখন স্কুল চালু হল সোজা বন্দুক নিয়ে ক্লাসে। আর এই ঘটনায় চাঞ্চল্য করে যায় মুশিদাবাদের রেজিনগর থানার আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে। দুই ছাত্র বন্দুক হাতে স্কুলে এটা দেখে ভয় থেকে কোন কর্তৃপক্ষ থানায় খবর দেয় থানা থেকে পুলিশ এসে হাজির হয় এবং তারা তৎপরতার সঙ্গে দুই ছাত্রকে আটক করে। দুই ছাত্রকে এখন থানায় নিয়ে যাওয়া হয়েছে।বন্দুকটি আসল না নকল, তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও শিক্ষকদের একটি অংশের দাবি, প্রাথমিক ভাবে ছাত্রের হাতে থাকা বন্দুকটি দেখে তাঁদের একনলা বন্দুক বলেই মনে হয়েছে।
জানা গিয়েছে, শনিবার সকালে ক্লাস চলাকালীন রেজিনগরের আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির দুই ছাত্রের হাতে বন্দুক দেখতে পায় সহপাঠীরা। অভিযোগ, বন্দুক দেখিয়ে ক্লাসের অন্য পড়ুয়াদের ভয় দেখাচ্ছিল ওই দুই পড়ুয়া। বিষয়টি শিক্ষকদের নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুই ছাত্রের হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নিয়ে তাদের বাড়িতে খবর দেওয়া হয়। স্কুলে পৌঁছন ওই ছাত্রের বাবা। খবর পেয়ে স্কুলে চলে আসে রেজিনগর থানার পুলিশও৷
পুলিশ বন্দুকটি উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দুই পড়ুয়াকে। আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক জাহাঙ্গির আলম বলেন, ‘‘পড়ুয়াদের কাছ থেকে খবর পাই যে, ওদের কাছে একটি দেশি বন্দুক আছে। আমরা কোনও রকম ঝুঁকি না নিয়ে পুলিশকে খবর দিয়েছি। পুলিশ দু’জনকে আটক করেছে। বন্দুক কোথা থেকে এল, কী ভাবে এল, তা তদন্তকারীরা খতিয়ে দেখবেন।’’