কলকাতা 

CESC : ১৫ ঘণ্টা ধরে বিদ্যুৎবিহীন পার্ক সার্কাস এলাকার একাংশ, নিরব সিইএসসি! নিরব বিদ্যুৎ দফতর!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ঈদুল আযহার উৎসবে যখন এদেশের মুসলমান সম্প্রদায় পালন করছে ঠিক তখনই কলকাতা শহরের গুরুত্বপূর্ণ জায়গায় পার্ক সার্কাস এলাকায় দিনের পর দিন লোডশেডিং কাবু করে তুলেছে এলাকার মানুষকে। কোন কারন ছাড়াই গত ঈদুল আযহার দিন ৫ থেকে ৬ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে সিইএসসি। এর কারণ এখনো পর্যন্ত অজানা!

কলকাতার পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন চার নম্বর ব্রিজের কাছে ৭০ নম্বর তিলজলা রোডে, গতকাল অর্থাৎ বুধবার রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এই লেখা পর্যন্ত বিদ্যুৎ আসেনি দুপুরের দিকে এক দু ঘন্টার জন্য বিদ্যুৎ এলেও পরক্ষণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

Advertisement

ঈদুল আযহার মতো গুরুত্বপূর্ণ উৎসবের সময় এই ধরনের বিদ্যুৎ বিপর্যয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীরব কেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে? সিইএসসির মত সংস্থা যারা বিদ্যুৎ সরবরাহ করে থাকে তারা কেন লোডশেডিং এত করছে তারও কোন ব্যাখ্যা জানা যায়নি! সিইএসসি অফিসে ফোন করলে কোন উত্তর আসছে না। দফতরের কোন আধিকারিককে পাওয়া যাচ্ছে না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করা হলে শুধুমাত্র বলা হচ্ছে ধৈর্য ধরুন আমাদের টিম কাজ করছে দ্রুত আপনার সমস্যার সমাধান হবে। কিন্তু সেই দ্রুত সমাধান কখন হবে তার কোন ব্যাখ্যা দিচ্ছে না সিইএসসি কর্তৃপক্ষ। এর ফলে পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে।

এই অসহ্য গরমের সময় এইভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়াটা  বাচ্চা ছেলে মেয়েদের কাছে যেমন কষ্টদায়ক তেমনি বৃদ্ধ-বৃদ্ধাদের কাছেও কষ্টদায়ক বলে মনে করা হচ্ছে। এরপরেও কোনো হেলদোল নেই সিইএসসির কর্তৃপক্ষের। কখন বিদ্যুৎ আসবে সে বিষয়ে কোন নিশ্চয়তা দিচ্ছে না একটা সময় আসবে এটাই বলা হচ্ছে।

অবিলম্বে বিষয়টিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন এলাকার বাসিন্দা নাজমা ইয়াসমিন। তিনি জানিয়েছেন গতকাল থেকে বিদ্যুৎ নেই আমাদের বাড়িতে পরিস্থিতি খুবই খারাপ এমনকি বাড়িতে খাবার জল পর্যন্ত নেই। সিইএসসি কর্তৃপক্ষকে ফোন করা হলে শুধু একটা কথাই বলে যাচ্ছে ধৈর্য ধরুন সঠিক সময়ে বিদ্যুৎ চলে যাবে কিন্তু কখন সঠিক সময় আসবে সেটা বলছে না এক অমানবিক নিষ্ঠুরতা চালাচ্ছে সিইএসসি কর্তৃপক্ষ বলে নাজমা ইয়াসমিন জানিয়েছেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ