উদ্বোধন হলো চারদিনের গুড়াপ বইমেলা
সংবাদদাতা, বাংলার জনরব: গত ১৯ জুন ২০২৪ গুড়াপ রমণীকান্ত ইনস্টিটিউট এবং গুড়াপ সুরেন্দ্র স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত ১৯-২২ জুন চারদিনের বইমেলার ঘন্টা ধ্বনিতে শুভ উদ্বোধন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলার প্রফেসর ড. সুরঞ্জন মিদ্দে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গল্পকার সেখ আব্দুল মান্নান । গুড়াপ চক্রের স্কুল পরিদর্শক গৌরব মিশ্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সুচনা হয় ইনস্টিটিউটের ছাত্রী স্নেহা ঘোষালের পরিবেশিত ‘ সবারে করি আহ্বান…’ সংগীত দিয়ে। এর আগে ইনস্টিটিউটের ছাত্রীরা পুষ্পবৃষ্টি ও শঙ্খধ্বনিতে অতিথিদের বরণ করে নেয়।
মেলা প্রাঙ্গণে ইনস্টিটিউটের বিভিন্ন ক্লাসের উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশে বইমেলার তাৎপর্য বিষয়ক আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য পেশ করেন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মহীতোষ চন্দ।
আলোচনা সভার মুখ্য অতিথি উদ্বোধক ড. সুরঞ্জন মিদ্দে বইমেলার অন্যতম আয়োজক গুড়াপ রমণীকান্ত ইনস্টিটিউটের এহেন উদ্যোগে মুগ্ধ হয়ে বলেন ইনস্টিটিউটের উজ্জ্বল দৃষ্টির ছাত্রছাত্রীরাই এই মেলার ফসল। তিনি মেলায় অংশগ্রহণকারী কলকাতার একাধিক বই প্রকাশকদের অনুরোধ করেন যেন তারা যতটা বেশি সম্ভব ছাড় দিয়ে বই বিক্রি করার ব্যবস্থা করে। যাতে মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরা বই কিনতে পারে।
বিশেষ অতিথি গল্পকার আব্দুল মান্নান বলেন, ক্রিকেটের মক্কা লর্ডসের মতোই মেধা ও বৌদ্ধিক চেতনার মক্কা বইমেলা। মোবাইল সর্বস্ব যুগে তিনি ছাত্রছাত্রীদের মোবাইলের বদলে বইকে বন্ধু হিসেবে গ্রহণ করতে বলেন। তিনি আরও বলেন ছাত্রছাত্রীরা যেন ক্লাসের পড়াশোনার পাশাপাশি প্রতিদিন একটু একটু বাংলা গল্প কবিতা পড়া অভ্যেস করে।
উদ্যোক্তাদের তরফে সুরেন্দ্র স্মৃতি সরকারি পাঠাগারের গ্রন্থাগারিক তথা বিশিষ্ট ঔপন্যাসিক জারিফুল হক তাঁর নাতিদীর্ঘ বক্তব্যে ছাত্রছাত্রীদের পাঠাগার মুখি হওয়ার পরামর্শ দেন। তিনি মোবাইলের জমানায় ছাত্রছাত্রীদের অনলাইনে বইপত্র কিনতে উৎসাহিত করেন। তিনি বলেন ইবুক এখনও বইয়ের বিকল্প নয়, তাই বইই হোক ছাত্রছাত্রীদের বন্ধু।
প্রাসঙ্গিক আলোচনায় সমৃদ্ধ গুড়াপ প্রথম বার্ষিক বইমেলার বর্ণাঢ্য অনুষ্ঠানে ইনস্টিটিউটের তরফে সংগীত পরিবেশন করে ছাত্রী রাজন্যা ঘোষ এবং সুন্দর নৃত্য পরিবেশন করে সাদিয়া সুলতানা ও বিদ্যার্থী বিশ্বাস।
এদিনের রুচিশীল সমগ্র উদ্বোধনী অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন শিক্ষিকা জয়শ্রী ধলে।