দেশ 

‘পেপার লিক সরকার’ প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে মোদি সরকারকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  মোদী সরকারকে পেপার লিক সরকার বলে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।কংগ্রেস সদর দফতরে আয়োজিত সাংবাদিক বৈঠকে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা (নিট) এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি) আয়োজিত নেট-এর পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা নিয়ে তীব্র ভাষায় প্রধানমন্ত্রী মোদীর সরকারকে নিশানা করে রাহুল গান্ধী বলেন, ‘‘মধ্যপ্রদেশে যে ব্যাপম প্রশ্ন ফাঁস দুর্নীতি হয়েছিল। গুজরাত, উত্তরপ্রদেশের মতো রাজ্যে গত কয়েক বছরে ধারাবাহিক ভাবে যেমন প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে, এ বার মোদী সেটাই ভারত জুড়ে চালু করতে চাইছেন।’’

চলতি বছরের গোড়ায় মণিপুর থেকে গুজরাত পর্যন্ত ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ করার সময় তাঁর কাছে ছাত্র-যুবরা প্রশ্ন ফাঁসের ভুরি ভুরি অভিযোগ করেছিলেন বলে দাবি রাহুলের। সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘সবচেয়ে বেশি অভিযোগ এসেছিল ওই তিন রাজ্য থেকে।’’ নিট এবং নেট পরীক্ষা প্রসঙ্গে রাহুল বলেন, ‘‘একটি পরীক্ষা (নেট) বাতিল হয়েছে। আরেকটি নিয়ে তদন্ত চলছে। জানি না, শেষ পর্যন্ত কী হবে। অপরাধ চক্রের মাথারা ধরা পড়বে কি না।’’

Advertisement

মোদী সরকারের জমানায় কেন্দ্র এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে ধারাবাহিক প্রশ্ন ফাঁসের ঘটনায় কয়েক কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হয়েছে বলে দাবি করেছেন রাহুল। তাঁর ভাষায়,‘‘এই সরকার ধীরে ধীরে শিক্ষাব্যবস্থায় দখলদারি চালিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলি কব্জা করেছে। বিশ্ববিদ্যালয়ের উপচার্যদের তালিকা দেখুন। বিজেপি এবং তাদের পরিবারের মূল সংগঠনের (আরএসএস) মতাদর্শের মানুষে ভরা।’’

এর পরেই রাহুলের মন্তব্য, ‘‘পরীক্ষা পদ্ধতিতে দলীয় অনুপ্রবেশের কারণেই প্রশ্ন ফাঁসের ঘটনা বাড়ছে। যত দিন পর্যন্ত না নিরপেক্ষ, যোগ্য এবং সৎ মানুষদের দায়িত্ব দেওয়া হচ্ছে, তত দিন এমন চলতে থাকবে। এই সরকার বিচারব্যবস্থা, আমলাতন্ত্র, গোয়েন্দা বাহিনীর পাশাপাশি শিক্ষাব্যবস্থাকেও গ্রাস করেছে।’’ শুধু প্রশ্ন ফাঁসের পর তদন্ত নয়, প্রতিটি পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন ফাঁসের সম্ভাবনা এড়াতে পুরো পদ্ধতিতে আমূল পরিবর্তন প্রয়োজন বলে দাবি করে রাহুল জানান, সংসদের আসন্ন অধিবেশনে তাঁরা প্রশ্ন ফাঁস নিয়ে সরব হবেন।

তিনি বলেন, ‘‘আমাদের নির্বাচনী ইস্তাহারে আমরা সেই প্রতিশ্রুতি দিয়েছিলাম, এ বার সরকারের উপর চাপ বাড়িয়ে সেই কাজ করানোরই চেষ্টা করব।

কিন্তু একের পর এক প্রশ্ন ফাঁসের পরেও কেন নীরব প্রধানমন্ত্রী মোদী? এ প্রশ্নের উত্তরে রাহুলের জবাব, ‘‘আমার মনে হয়, ওঁর যাবতীয় চিন্তা এখন লোকসভার স্পিকার পদ নিজের দলের হাতে থাকে কি না, তা নিয়েই।’’ মোদীর রাজত্ব ‘মার্কেটিং’ এবং ভয়ের যুগলবন্দীর উপর নির্ভরশীল বলেও দাবি করেন রাহুল। তাঁর কথায়, ‘‘এটাই গুজরাত মডেল।’’ ‘তাৎপর্যপূর্ণ ভাবে’ এ প্রসঙ্গে মোদীর দুই পূর্বসূরি অটলবিহারী বাজপেয়ী এবং মনমোহন সিংহের নাম উল্লেখ করে রায়বরেলীর থেকে সদ্যনির্বাচিত কংগ্রেস নেতা বলেন, ‘‘ওঁরা মানুষের কথা শুনতেন। মানুষকে সম্মান করতেন, আর উনি (মোদী) ভয় দেখিয়ে চুপ করাতে চান।’’

কিন্তু ভয়ের সেই ভয়ের সেই আবহ ধীরে ধীরে কাটতে শুরু করেছে বলে দাবি করেছেন রাহুল। তিনি বলেন, ‘‘৫৬ ইঞ্চির ছাতি এখন ৩০-৩২ ইঞ্চি হয়ে গিয়েছে। বেলুন চুপসে গিয়েছে। ওঁর (মোদী) তো টেনশন হবেই। বারণসীতে কেমন চপ্পল ছোড়া হল দেখলেন না। লোকসভা ভোটের আগে এমনটা কল্পনা করা যেত?’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ