রাজভবনের সামনে শাসক দলের নেতা সভা করার জন্য কি ব্যবস্থা নিয়েছিল কলকাতা পুলিশ? জানতে চাইল হাইকোর্ট, পরবর্তী শুনানি একুশে জুন
বাংলার জনরব ডেস্ক : শাসকদলের নেতা ১৪৪ ছাড়া অমান্য করে রাজভবনের সামনে গত অক্টোবর মাসে যে সভা করেছিল সেক্ষেত্রে কলকাতা পুলিশ কি ব্যবস্থা নিয়েছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। রাজভবনের সামনে ধরনার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি গত অক্টোবর মাসে পাঁচ দিন ধরে রাজভবনের সামনে ধরনা দিয়েছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ঘর ছাড়া বিজেপি কর্মীদের নিয়ে তিনিও ওই স্থলে ধর্নায় বসতে চেয়ে কলকাতা পুলিশকে চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার।
সেই চিঠির উত্তর দিতে গিয়ে রাজভবন এর সামনে ধরনা প্রদর্শন করা যাবে না বলে পাল্টা অন্য কোন জায়গায় সভা করার জন্য শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করেছেন কলকাতা পুলিশ। কিন্তু শুভেন্দু অধিকারী সেই অনুরোধ প্রত্যাখ্যান করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। যদিও এই মামলার প্রথম দিনের শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দিয়েছেন শাসক দলের নেতা সভা করেছেন বলে আপনাদের ওখানে সভা করতে হবে, এটা কোন যুক্তি হতে পারে না। এ প্রসঙ্গে অবশ্য বিচারপতির পর্যবেক্ষণ, সকলকে সমান চোখে না দেখলে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। এটি দু’জন ব্যক্তির মধ্যেকার গোলমাল নয়, এটি দু’টি পৃথক রাজনৈতিক দলের বিবাদ। তাই জনমানসে এর প্রভাব পড়বে।
বিচারপতি অমৃতা সিনহা এই কথাগুলি বললেও তিনি শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর আইনজীবীকে বলেন আপনারা বিকল্প কোনো একটি জায়গার সন্ধান দেন যেখানে সভা করতে পারবেন। তখন শুভেন্দু অধিকারীর আইনজীবী বিচারপতি কাছে অনুরোধ করেন অন্তত একদিনের জন্যেও বা কয়েক ঘণ্টার জন্যও রাজভবনের সামনে সভা করার অনুমতি দেওয়া হোক। যদিও এ বিষয়ে বিচারপতি অমৃতা সিনহা কোন মন্তব্য করেননি। শাসকদলের কর্মসূচি প্রসঙ্গে বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি)-কে প্রশ্ন করেন, কেন ওই নেতার কর্মসূচিতে অনুমতি দিয়েছিল পুলিশ? এজি জানান, এই প্রশ্নের উত্তর তাঁর জানা নেই। জেনে আসতে হবে।
রাজ্যের তরফে পাল্টা যুক্তি দেওয়া হয়, কোনও এক জনকে ভুল করে বা অন্যায় ভাবে অনুমতি দেওয়া হলে বাকিরাও সেই কাজের অধিকার পেয়ে যায় না। আদালতের নির্দেশ, অক্টোবরে শাসকদলের কর্মসূচি প্রসঙ্গে পুলিশ কী পদক্ষেপ করেছিল, তা রাজ্যকে জানাতে হবে। এরপরেই বিচারপতি জানিয়ে দেন আগামী একুশে জুন পরবর্তী শুনানি হবে সেই দিনে রাজ্যকে জানাতে হবে বা কলকাতা পুলিশকে জানাতে হবে ১৪৪ ধারা অমান্য করে শাসক দলের নেতা রাজভবনের সামনে সভা করার জন্য কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন?