“যদি ০.০০০১ শতাংশ গাফিলতিও হলেও তা অবশ্যই দেখা উচিত”, নিট পরীক্ষার অনিয়ম নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
বাংলার জনরব ডেস্ক : নিট পরীক্ষাকে ঘিরে যে অভিযোগ উঠেছে তা যথাযথভাবে তদন্ত করার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে বলল সুপ্রিম কোর্ট। যদিও সুপ্রিম কোর্টে এই মামলার চূড়ান্ত শুনানি হবে আগামী ৮ই জুলাই। তার আগে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং একাধিক অনিয়মের অভিযোগ তুলে আরো একটি মামলা দায়ের হয় শীর্ষ আদালতে সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে,“যদি ০.০০০১ শতাংশ গাফিলতিও কারও কোনও অংশে হয়ে থাকে, তবে তা সবিস্তারে দেখা উচিত।” বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ জানায়, পড়ুয়াদের পরিশ্রমের দিকটি অস্বীকার করা যায় না। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, “ছোটরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল। আমরা তাদের পরিশ্রমকে অস্বীকার করতে পারি না।” বিচারপতি নাথ এনটিএ-র কৌঁসুলির উদ্দেশে বলেন, “আশা রাখি সময়ে উপযুক্ত পদক্ষেপ করা হবে।”
নিট পরীক্ষা পুনরায় করার জন্য দেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছে। অভিযোগ উঠেছে নেট পরীক্ষার সর্বস্তরে অনিয়ম হয়েছে সুতরাং অবিলম্বে এই পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হোক। এই দাবিতে দেশজুড়ে ছাত্ররা আন্দোলনের নেমেছে। তবে এই অভিযোগ মানতে রাজি নয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষামন্ত্রী বলেছেন প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমন কোন প্রমাণ এখনও সামনে আসেনি। যদিও বিহারে প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি তদন্ত করতে গিয়ে বিহার পুলিশ ১৯ জনকে গ্রেফতার করেছে।