কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের দেখতে উত্তরবঙ্গ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার জনরব ডেস্ক : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের দেখতে এবং পরিস্থিতি খতিয়ে দেখার জন্য উত্তরবঙ্গ যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে দুর্ঘটনার খবর পাওয়ার পরে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ করেন এবং উত্তরবঙ্গ যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু দুর্ভাগ্যবশত ওই সময় কোন প্লেন উত্তরবঙ্গ যাওয়ার মত ছিল না দমদম বিমানবন্দর থেকে জানানো হয় বিকেল সাড়ে চারটে নাগাদ একটি বাণিজ্যিক প্লেন বাগডোগরা যাবে।
রাজ্য সরকারের নিজের হেলিকপ্টারটাও এই মুহূর্তে কাজ করছে না । তাছাড়া উত্তরবঙ্গের আবহাওয়ার যে অবস্থা তাতে হেলিকপ্টারের যাওয়াটা নিরাপত্তার পক্ষে ঠিক নয় বলে অনেকে মনে করছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ বিমানে তিনি বাগডোগরা যাবেন সেখান থেকে সড়কপথে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং ঘটনার স্থলে যেতে পারেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি আহতদের তিনি দেখতে যাবেন বলে ঠিক হয়ে আছে।
মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কথা শোনার পরেই মমতা অকুস্থলে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু বিমানবন্দর সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টের আগে বাগডোগরা যাওয়ার কোনও বাণিজ্যিক উ়ড়ান নেই। রাজ্য সরকার যে বিশেষ বিমানটি নিয়ে রেখেছে, সেটিও অনিবার্য কারণে সোমবার পাওয়া যায়নি। দিল্লি বা অন্য রাজ্য থেকে বিমান এনে উত্তরবঙ্গ রওনা হতে গেলেও বিকেল গড়িয়ে যাবে। ফলে প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, বিকালের বাণিজ্যিক উড়ানেই উত্তরবঙ্গে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে জানা গিয়েছে, হেলিকপ্টারের বন্দোবস্ত করারও চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা-ও পাওয়া যায়নি। তা ছাড়া উত্তরবঙ্গে আবহাওয়ার যা অবস্থা, তাতে কপ্টার ওড়ার ক্ষেত্রেও ঝুঁকি রয়েছে।