দেশ 

দেশ জুড়ে ছাত্র বিক্ষোভের মাঝে অনড় শিক্ষা মন্ত্রী, প্রশ্নপত্র ফাঁসের কোন প্রমাণ মেলেনি ফের বললেন ধর্মেন্দ্র প্রধান

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : নিট পরীক্ষার অনিয়ম এবং দুর্নীতি অস্বচ্ছতা নিয়ে যখন দেশজুড়ে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েছে ঠিক তখনই দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ফের বললেন প্রশ্নপত্র ফাঁস হয়নি। তিনি বললেন প্রশ্নপত্র ফাঁসের কোন প্রমাণ এখনো পাওয়া যায়নি। যদিও গুজরাটের গোধরা থেকে মারাত্মক অভিযোগ এসেছে ওএমআর শিট ফাঁকা রেখে চলে আসার পরামর্শ দেয়া হয়েছিল পরে সেটা তা পূরণ করে দেওয়া হয় সাকার বিনিময়ে। আর এই অভিযোগে গুজরাটের গোধরাতে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে বিহারে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে, এদের মধ্যে রয়েছে একজন পরীক্ষার্থী। এরপরেও দেশের শিক্ষামন্ত্রী কোন কারণে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে আড়াল করার চেষ্টা করছেন তা স্পষ্ট হচ্ছে না। তাহলে কি এই মেগা অনিয়মের সঙ্গে কেন্দ্রীয় সরকার ও জড়িত আছে নাহলে তদন্তে আপত্তি কেন?

Advertisement

আজ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী বলেছেন, ”এখনও পর্যন্ত প্রশ্ন ফাঁসের কোনও প্রমাণ মেলেনি। অভিযোগ রয়েছে। যোগ্য কর্তৃপক্ষ সেগুলো খতিয়ে দেখছে। কিছু অভিযোগ ও আলগা তথ্য হাতে আসছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের জন্য অপেক্ষা করা যেতে পারে। ৮ জুলাই সুপ্রিম কোর্ট কী রায় দেয়, সেদিকেই লক্ষ্য রাখা উচিত। লুকনোর তো কিছু নেই।” সেই সঙ্গেই তাঁর আর্জি, পরীক্ষার্থীরা যেন টেনশন না করেন।

তবে সেই সঙ্গেই ধর্মেন্দ্র বলছেন, ”কিছু অসঙ্গতি আমাদের সামনে এসেছে। আমরাও বিষয়টি সম্পর্কে অবগত। গতকাল সুপ্রিম কোর্টও একটি রায় দিয়েছে। এর পর আর কোনো বিভ্রান্তি থাকা উচিত নয়।” পরীক্ষা কি বাতিল হতে পারে? এই প্রশ্নের উত্তরে তাঁর পালটা প্রশ্ন, ”নিট বাতিলের প্রয়োজনীয়তা কী? এর পিছনে বিরোধীদের স্বার্থ রয়েছে। গত বছর নিটে যিনি প্রথম হন, তিনি তামিলনাড়ুর গ্রামীণ এলাকার পড়ুয়া। তাহলে আসল অভিযোগটা কী?”

প্রসঙ্গত, এ বছর নিট (NEET) পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে ৬৭ জন। এর পর থেকে এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে উঠেছে বিস্তর অভিযোগ। পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের পাশাপাশি অনেককে গ্রেস মার্কস দেওয়ারও অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। এই ইস্যুতে সরব গোটা দেশ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ