পরীক্ষার একদিন আগেই পেয়েছিলাম আসল প্রশ্নপত্র, প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিস্ফোরক দাবি এক পরীক্ষার্থীর, চাপে কেন্দ্র
বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যতই অস্বীকার করুক যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি। কিন্তু প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে সে কথা স্বীকার করে নিলেন এই ইস্যুতে গ্রেফতার বিহারের এক যুবক।
প্রশ্ন ফাঁসের অভিযোগে ইতিমধ্যেই পাটনা পুলিশের হাতে গ্রেফতার আয়ুশ রাজ নামে এক পরীক্ষার্থী দাবি করেছেন টাকার বিনিময়ে তিনি প্রশ্নপত্র পেয়েছিলেন। পরীক্ষা হলে ঢুকে তিনি দেখেন, তাঁর পাওয়া প্রশ্নপত্র ও আসল প্রশ্নপত্র হুবহু এক। শুধু তাই নয়, এই ঘটনায় বিহার পুলিশের হাতে এখনও পর্যন্ত গ্রেফতারি হয়েছেন ১৯ জন।

সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘দৈনিক ভাস্কর’-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত যে ১৯ জনকে গ্রেফতার করেছে পাটনা পুলিশ তাঁদের মধ্যে অন্যতম আয়ুশ রাজ নামের এক পরিক্ষার্থী। পুলিশকে দেওয়া বয়ানে আয়ুশের দাবি, ‘পাটনার লার্ন হোস্টেলে গত ৪ মে রাতে আমায় নিয়ে যাওয়া হয়। সেখানে আমায় পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয়। একইসঙ্গে দেওয়া হয় উত্তরপত্র। তা পুরো মুখস্ত করার নির্দেশ দেওয়া হয়। সেদিন আমার সঙ্গে প্রশ্নপত্র দেখানোর জন্য উপস্থিত ছিলেন আরও ২০-২৫ জন পরীক্ষার্থী। এর পর পরীক্ষা হলে প্রবেশ করে আমি দেখি আমাকে দেওয়া প্রশ্নপত্র ও পরীক্ষার প্রশ্নপত্র হুবহু এক।’ ওই যুবকের বয়ান ইতিমধ্যেই আদালতে পেশ করেছে পুলিশ।
এদিকে পুলিশের এফআইআরে স্পষ্টভাবে দাবি করা হয়েছে, ৫/৫/২০২৪ রাত ২ ট নাগাদ আমাদের কাছে খবর আগে পরীক্ষা সঞ্চালন বিভাগ ও কিছু পরীক্ষার্থীদের উদ্যোগে নিট পরীক্ষার প্রশ্নফাঁস হয়েছে। পরীক্ষাকেন্দ্রের বাইরেই JH01BW-0019 নম্বরের একটি সন্দেহজনক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সেই মতো আমরা সেখানে গিয়ে গাড়িটি আটক করি। এর পর গাড়িটির ড্রাইভার পালানোর চেষ্টা করে। গাড়িটিতে মোট ৩ জন ছিলেন ৪ জন পরিক্ষার্থীর অ্যাডমিট কার্ডের জেরক্স কপি পাওয়া যায় তাঁদের থেকে। জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করে, পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে রফা করে প্রশ্নফাঁস করছিল তাঁরা। আরও একাধিক সেন্টারে এই একই ঘটনা ঘটেছে। মামলার তদন্তে নেমে এখনও পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।