কলকাতা 

ফল প্রকাশে গড়িমসি, দু লক্ষ টাকা জরিমানা, তিন মাসের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনকে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ১৪ বছর ধরে মাদ্রাসার গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া বা নিয়োগ প্যানেল প্রকাশ না করার দায়ে দু লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট।২০১০ সালের গ্রুপ ডি-র প্যানেল প্রকাশ না করায় তাদের জরিমানা করেছে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। দু’লক্ষ টাকার আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

এর আগে একাধিকবার গ্রুপ ডি-র প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু মাদ্রাসা কমিশন সেই নির্দেশকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। এদিকে, ওই পদে প্রায় ৩,০০০ শূন্যপদ রয়েছে। কমিশন জানায় তারা আবারও পরীক্ষা নিতে চায়। তবে কলকাতা হাইকোর্ট এখন জরিমানার নির্দেশ দিয়েছে।

Advertisement

হাইকোর্টের নির্দেশ মাদ্রাসা কমিশনকে লিগ্যাল সেলে এই জরিমানার অর্থ জমা করতে হবে। একই সঙ্গে, ২০১০ সালের গ্রুপ ডি-র ফলপ্রকাশ আগামী ৩ মাসের মধ্যে করার নির্দেশও দিয়েছে আদালত। ২০১০ সালের পর ১৪ বছর কেটে গেলেও এর ফলাফল প্রকাশ করা যায়নি।

২০১০ সালে মাদ্রাসার গ্রুপ-ডি পদের জন্য পরীক্ষা হয়েছিল। পরের বছরই লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু এই পরীক্ষাতেও অনিয়মের অভিযোগ তোলা হয়েছিল। এই পরীক্ষাতে অনিয়ম হয়েছে এই অভিযোগে বামফ্রন্ট সরকারের প্যানেল বাতিল করে দেয় মমতা সরকার। যা নিয়ে কলকাতা হাইকোর্টে দীর্ঘ মামলা হয় হাইকোর্ট দ্রুত নিয়োগ প্রক্রিয়া এবং প্যানেল প্রকাশের নির্দেশ দেয়।

তা সত্ত্বেও মাদ্রাসা সার্ভিস কমিশন প্যানেল প্রকাশ করতে চাইনি বলেই আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ২ লক্ষ টাকা জরিমানা করেছে। কয়েক সপ্তাহের মধ্যে এই দু’লক্ষ টাকা জরিমানা হিসাবে মাদ্রাসা সার্ভিস কমিশনকে কলকাতা হাইকোর্টের লিগাল সেলে জমা দেয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে কলকাতা হাইকোর্ট আরো বলেছে, তিন মাসের মধ্যে গ্রুপ ডি প্যানেল প্রকাশ করতে হবে। কোন অজুহাত চলবে না।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ