অন্য দেশের বিষয়ে মন্তব্য না করে ; নিজের দেশের দিকে নজর দিতে ইমরানকে পরামর্শ দিলেন নাসিরউদ্দিন
পাকিস্থানের প্রধানমন্ত্রী ইমরান খান অযাচিত হয়ে ভারত সরকারকে উপদেশ দিতে গিয়েছিল । প্রখ্যাত অভিনেতা নাসিরউদ্দিন শাহ-র মন্তব্য ঘিরে দেশজুড়ে যে বির্তক চলছে সেই বির্তককে কটাক্ষ করে ইমরান খান মন্তব্য করেন । ইমরানের মন্তব্যের পরেই দেশের বিশিষ্ট নাগরিক ও অভিনেতা নাসিরউদ্দিন শাহ পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে বলেন , ‘অন্যদেশের বিষয়ে মন্তব্য না করে মিঃ খান (ইমরান খান) নিজের দেশের দিকে নজর দিন। যে বিষয়ে তাঁর (ইমরান খান) সঙ্গে সম্পর্কিতই নয়, সেবিষয়ে মন্তব্য না করাই ভাল। আমাদের ৭০ বছরের গণতন্ত্র , আমরা জানি একে কীভাবে দেখভাল করতে হবে।’
সম্প্রতি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তাঁর সন্তানদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন নাসিরুদ্দিন । একই সঙ্গে বুলন্দশহর সংঘর্ষের ঘটনাকেনিয়ে মন্তব্য করতে গিয়ে প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন কটাক্ষ করে বলেছিলেন, ‘ গরুর মৃত্যু পুলিশ অফিসারের মৃত্যুর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
তাঁর এই মন্তব্বের জেরে উত্তাল হয়েছে দেশের রাজনীতি। হিন্দুত্ববাদী সংগঠনগুলি তাঁকে দেশদ্রোহী বলে অভিহিত করে ।
এ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে গত কাল পাক প্রধানমন্ত্রী ইমরান খান নাসিরুদ্দিনের সঙ্গে জিন্নার মন্তব্যের তুলনা করেন। পাক প্রধানমন্ত্রীর দাবি ভারতে আইনের শাসনের অবস্থা বিপন্ন । এরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে নাসিরুদ্দিন উপরোক্ত মন্তব্যটি করেন ।