জেলা 

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বৈচিত্রের মধ্যে ঐক্যের সৃষ্টি করেছে : একেএম ফারহাদ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বৈচিত্রের মধ্যে ঐক্যের সৃষ্টি করেছে। আজ বুধবার দক্ষিণ 24 পরগনার আকড়া হাই মাদ্রাসায় ২০২৪ সালের হাই মাদ্রাসা আলিম ফাজিল পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাটি বলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা শিক্ষক অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পীরজাদা এ কে এম ফারহাদ। তিনি এদিন বলেন, মাদ্রাসার মধ্যে যে সম্প্রীতির বাতাবরণ বিরাজ করছে তা এক কথায় শিক্ষণীয়। বিভিদের মাঝে যে মিলনের বার্তা ভারতের ঐতিহ্য সেই ঐতিহ্য খুঁজে পাওয়া যায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায়। এখানে সকলে মিলেমিশে একাকার হয়ে যায়।

পীরজাদা একেএম ফারহাদ আরো বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই রাজ্যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় অভাবনীয় উন্নতি হয়েছে। আমরা এবার ফাজিল পরীক্ষার সিস্টেমে উচ্চমাধ্যমিকের মত করতে উদ্যোগ নিয়েছি। দু-একদিনের মধ্যেই ওয়েবসাইটে ফাজিল পরীক্ষার সেমিস্টার সিস্টেম পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা সবকিছু আপলোড হয়ে যাবে। আমরা মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে তাদের কে গুণগত শিক্ষা পৌঁছে দিতে বদ্ধপরিকর। এদিনের অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর আবু তাহের কামরুদ্দিন মাদ্রাসা শিক্ষার ইতিহাস স্মরণ করে বলেন এই মাদ্রাসা শিক্ষার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাঃ।

Advertisement

তিনি আজ থেকে ১৫০০ বছর আগে মাদ্রাসা শিক্ষার যে রূপরেখা বা সিলেবাস তৈরি করেছিলেন তা আজকের দিনেও প্রাসঙ্গিক। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকতার মধ্যে আমরা সেই সময় থেকেই লক্ষ্য করব যা বর্তমান সময়ে আধুনিক বলে বলা হচ্ছে। তিনি বলেন এই মাদ্রাসা শিক্ষা একটা সময় সমগ্র ইউরোপে আলো ছড়িয়েছিল। বিজ্ঞান চর্চায় মাদ্রাসা শিক্ষা অভাবনীয় পথ দেখিয়েছিল।

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহেশতলা পৌরসভার সহ-সভাপতি, দক্ষিণ 24 পরগনার স্কুল পরিদর্শক মাধ্যমিক জয়ন্তী জানা, আকড়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আকড়া হাই মাদ্রাসার শিক্ষক জনাব মতিউর রহমান। এদিনের অনুষ্ঠানে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি যে সকল মাদ্রাসা থেকে ছাত্রছাত্রীরা ভালো ফল করেছে সেই সকল মাদ্রাসার প্রধান শিক্ষকদেরও সংবর্ধনা দেওয়া হয়। আকড়া হাই মাদ্রাসায় অনুষ্ঠিত বুধবারের সভাটি সার্বিকভাবে সুসংগত এবং সুন্দরভাবে পরিচালিত হয়েছে। এক কথায় অনবদ্য অনুষ্ঠান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ