কলকাতা দেশ 

হরিয়ানার কৃষক আন্দোলনের পাশে থাকার বার্তা মমতার, আন্দোলনকারীদের সঙ্গে মোবাইলে কথা তৃণমূল নেত্রীর

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাঁচজন সাংসদ কে পাঠানোর পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে মোবাইলে কথা বলেন। তিনি আন্দোলনকারীদের আশ্বাস দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন পেয়ে কৃষক আন্দোলনের নেতারা আপ্লুত হয়ে পড়েছেন।

সোমবার সকালে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দিতে হরিয়ানা পৌঁছেছেন তৃণমূলের পাঁচ সদস্য। প্রতিনিধি দলে রয়েছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, নাদিমুল হক, সাগরিকা ঘোষ ও সাকেত গোখলে। এদিন ফোনে আন্দোলনকারীদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আপনারা যেভাবে আন্দোলন করছেন। এত মানুষ শহীদ হয়েছেন। গাড়ি ভাঙচুর করা হয়েছে। তার পরও আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা আপনার কাঁধে কাধ মিলিয়ে লড়াই করতে চাই। কেন্দ্রের সরকার তো আমাদের নয়। আর এই সরকার নড়বড়ে। আপনারা আন্দোলন চালিয়ে যান। আমরা সবরকমভাবে পাশে আছি।” মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেয়ে আপ্লুত আন্দোলনকারীরা। তাঁরা জানিয়েছেন, তাঁদের পরিকল্পনা ছিল মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের অভাব-অভিযোগ তুলে ধরার।

Advertisement

প্রসঙ্গত, তৃণমূলের এই হরিয়ানা সফর নিয়ে খোঁচা দিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তাঁর কথায়, “ভারত গণতান্ত্রিক দেশ। যে যেখানে খুশি যেতেই পারে। তবে ওখানে পাঠানোর আগে বাংলার যেখানে ভোট পরবর্তী হিংসা হয়েছে সেখানে যান। জায়গাগুলো দেখুন। মুখ্যমন্ত্রী হরিয়ানায় দল পাঠাচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রীর শপথে পাঠানোর সময় নেই।”

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ