দেশ 

অসমের পঞ্চায়েত নির্বাচনে শাসক বিজেপি-কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই ; লোকসভা নির্বাচনে বিপদে পড়ার সংকেত ?

শেয়ার করুন
  • 30
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পঞ্চায়েত নির্বাচন হল শাসক দলের একটা পরীক্ষা । এই নির্বাচনে ভাল ফল করতে পারলে পরবর্তীকালে ক্ষমতায় টিকে থাকার ভিতটা পাকাপোক্ত হয় । সম্প্রতি অসমে পঞ্চায়েত নির্বাচন হয়ে গেছে । ফলও বেরিয়েছে । কিছু গণমাধ্যম বিজেপির জয়কে বিশাল করে দেখিয়েছে ঠিকই কিন্ত বাস্তব অন্য কথা বলছে । অসম রাজ্য নির্বাচন কমিশন যে বিস্তারিত ফল প্রকাশ করেছে তা থেকে জানা যাচ্ছে । সমগ্র অসমে ২৬,৭৮৪ টি আসনের মধ্যে বিজেডিপ পেয়েছে ১১,৩২৫ টি আসন । শতাংশের বিচারে ৪২% আসন দখল করেছে বিজেপি । কংগ্রেস পেয়েছে ৮,৯৭০টি আসন । শতাংশের বিচারে ৩৪ % শতাংশ । নির্দলরা পেয়েছে ৩,০৪৮টি আসন । শতাংশের বিচারে ১১ % । শাসক দলের শরীক অসম গণ পরিষদ পঞ্চায়েত নির্বাচনে একা লড়াই করেছিল । তারা মোট আসন পেয়েছে ১,৯৩৬টি ; মাত্র ৭% । বিরোধী এআইইউডিএফ পেয়েছে ১,৩১৯ টি আসন ; শতাংশের বিচারে ৫% ।

এ থেকে প্রমাণিত যে অসমের সাধারণ মানুষ বিজেপি শাসনের প্রতি সন্তুষ্ট নয় । কারণ পঞ্চায়েত নির্বাচনে সব রাজ্যেই শাসক দল খানিকটা অগ্রাধিকার পেয়ে থাকে তা সত্ত্বে ৫০ শতাংশ আসন বিজেপি না পাওয়ায় আগামী লোকসভা নির্বাচনে সংকটে পড়বে শাসক দল । কারণ লোকসভা নির্বাচনে শরীক অসম গণ পরিষদ একা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে । আর অন্যদিকে কংগ্রেস ইউডিএফ জোট হলে অসমে বিজেপি আশানুরূপ ফল যে করতে পারবে না তা রাজনৈতিক ভাষ্যকাররা এখন থেকেই বলে দিয়েছেন ।

Advertisement

 

 

 

 

 

 


শেয়ার করুন
  • 30
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × two =