দেশ 

মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে ইন্ডিয়া জোটের নেতাদের এখনো আমন্ত্রণ জানানো হয়নি অভিযোগ কংগ্রেসের

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : আগামীকাল রবিবার ৯ জুন সন্ধে সাড়ে সাতটায় রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদের শপথ নেবেন নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে পার্শ্ববর্তী সাতটি রাষ্ট্রের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও খোদ দেশের বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে। আগামীকাল সন্ধ্যেই যেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে শনিবার বিকেল পর্যন্ত বিরোধীদলের কোন নেতা আমন্ত্রণপত্র পাননি বলে অভিযোগ উঠেছে।

আর এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন, নরেন্দ্র মোদি র সাতটি রাষ্ট্রনায়ক কে আমন্ত্রণ জানিয়েছেন অথচ এ দেশের যারা বিরোধী দলের নেতা তাদেরকে আমন্ত্রণ এখনো পর্যন্ত জানাননি। আমন্ত্রণপত্র এলে তখন জানা যাবে ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমরা যাব কি যাব না? অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আমন্ত্রণপত্র নির্দিষ্ট সময়ে সব বিরোধী দলের নেতাদের কাছে পৌঁছে যাবে!

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ