বড় জয় ইন্ডিয়া জোটের! উত্তরপ্রদেশে ধন্যবাদ যাত্রায় রাহুল প্রিয়াঙ্কা অখিলেশ !
বিশেষ প্রতিনিধি : অপ্রত্যাশিত জয় এসেছে বিজেপি শাসিত উত্তর প্রদেশ থেকে। ইন্ডিয়া জোট আশিটি আসনের মধ্যে ৪৩ টি আসন পেয়ে সবাইকে চমকে দিয়েছে। এই অবস্থায় উত্তরপ্রদেশের আমজনতা কে ধন্যবাদ জানাতে এবার পথে নামছেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এবং অখিলেশ যাদব। আগামী মঙ্গলবার ১১ই জুন থেকে উত্তরপ্রদেশের 400 টি বিধানসভা কেন্দ্রকে ধরে নিয়ে যাত্রা শুরু হবে এবং এই যাত্রা শেষ হবে ১৫ই জুন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ধন্যবাদ যাত্রা।
উত্তর প্রদেশের মানুষ যে ইন্ডিয়া জোটের পক্ষে জনাদেশ দিয়েছে তার প্রতি কৃতজ্ঞতা জানাতে এই ধন্যবাদ যাত্রার আয়োজন করেছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। এই যাত্রায় কংগ্রেস কর্মী এবং সমাজবাদী পার্টির কর্মীরা অংশ নেবেন বলে জানা গেছে। একইসঙ্গে এই যাত্রাপথে যে সকল নাগরিকরা সামিল হবেন তাদের সকলের হাতে সংবিধানের কপি তুলে দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদবের যৌথ উদ্যোগে সমগ্র উত্তর প্রদেশ জুড়ে গেরুয়া শিবির হাওয়া হয়ে গেছে। এমনকি রাম মন্দির যেখানে প্রতিষ্ঠা হয়েছে সেই ফয়জাবাদ লোকসভা কেন্দ্রটিও এবার বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ইন্ডিয়া জোট। এক কথায় সমগ্র উত্তর প্রদেশ জুড়ে ইন্ডিয়া জোটের স্বপক্ষে যে ঝড় উঠেছে তাকে ধরে রাখতেই ভোটের ফল ঘোষণার দু সপ্তাহের মধ্যেই আবার ধন্যবাদ যাত্রায় বেরিয়ে পড়ছেন এই সকল নেতারা।।