দেশ 

মহারাষ্ট্রে সরকার পরিবর্তনের ইঙ্গিত! ফের উদ্ধব মুখ্যমন্ত্রী?

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : মহারাষ্ট্রে বিজেপি এবং তার জোট সঙ্গীরা জনাদেশে ধরাশাহী হয়েছে। একদিকে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এবং অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এন সি পি দল ভাঙতে চলেছে। এমনকি স্বয়ং অজিত পাওয়ারও এবার কাকা শারদ পাওয়ারের কাছে পৌঁছে গেছেন। রাজনীতির এই পাশা খেলায় ধুরন্ধর শারদ পাওয়ার সুযোগ বুঝে মহারাষ্ট্রে সরকার বদলের চেষ্টা করছেন। জানা গেছে অজিত পাওয়ার গোষ্ঠীর এনসিপির বিধায়করা প্রায় সবাই শারদ পাওয়ার ের গোষ্ঠীতে যোগ দিতে চলেছেন অন্যদিকে শিবসেনার বিদ্রোহী গোষ্ঠীরা সকলেই উদ্ভব থাকের দলে যোগ দিতে চলেছেন। এর ফলে পুনরায় মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হতে চলেছেন।

বাংলার জনরবের কাছে যে খবরের সে পৌঁছেছে তাতে আগামী সপ্তাহের মধ্যেই মহারাষ্ট্রের সরকারের পতন ঘটবে আর উদ্ধব ঠাকরে সব কিছু ঠিক ঠাক থাকলে মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন। আর এই সরকারকে সমর্থন দিতে চলেছে কংগ্রেস দল। ফলে বিজেপিকে বাদ দিয়ে আগামী বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগেই মহারাষ্ট্রের সরকার পরিবর্তন হতে চলেছে। একই সঙ্গে আগামী নির্বাচনে এই রাজ্যে বিজেপি যে কার্যত মুছে যাবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ