কলকাতা 

নীতিশ – নাইডুর সমর্থন নিয়ে সরকার গঠনে আপত্তি আরএসএসের? দিলীপের বক্তব্য ঘিরে জল্পনা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর সমর্থন নিয়ে সরকার গঠন করাকে কেন্দ্র করে আরএসএস-এর সঙ্গে কি টানাপোড়েন চলছে মোদি শাহর । আরএসএস চাইছে না মোদি নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হোন। কারণ এর ফলে পরবর্তীকালে দেশের মানুষের সামনে অপদস্ত হতে হতে পারে বিজেপিকে বলে আরএসএসের একাংশ মনে করছে। আর আর এর প্রভাব পড়ে গেল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে।

দিলীপ ঘোষ আর স্পষ্ট করে বলেছেন যে নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু পাল্টি রাম বলে কথিত এদের সমর্থন নিয়ে সরকার গড়তে যাওয়াটা কতটা বুদ্ধিমানের কাজ হবে তা নেতৃত্ব ভাবুক। প্রশ্ন উঠেছে নরেন্দ্র মোদি যেভাবে আগে পিছে চিন্তা না করে সরকারে ক্ষমতায় থাকতে চাইছেন তার ফল খুব একটা ভালো হবে না।

Advertisement

মোদি একজন বুদ্ধিমান রাজনীতিবিদ হলে এই মুহূর্তে সরকার গঠন না করে বিরোধীদের ছেড়ে দিতে পারতেন। তাহলে বিরোধীরা সরকার গড়ার পর যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলি যদি পালন করতে না পারতো তাহলে পরবর্তীকালে মোদির সুবিধা হতো বলে রাজনৈতিক মহল মনে করছে। আর এটা ভাবছি আরএসএস নিজেও।

আরএসএসের একাংশ মনে করছে তড়িঘড়ি করে সরকার গঠন করতে গেলে ভবিষ্যতে যদি নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু পাল্টি খান তাহলে দেশের মানুষের কাছে বিজেপিকে ক্ষমতালোভী দল হিসেবে প্রমাণ করার সহজ হবে। আরএসএস-এর প্রাক্তন প্রচারক হিসাবে দিলীপ ঘোষের মন্তব্যে সেই বার্তায় দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর তাতে নির্বাচনী বিপর্যয়ের পর নরেন্দ্র মোদী অমিত শাহ এখনো পর্যন্ত আরএসএস নেতৃত্বের সঙ্গে এ বিষয়ে কোন কথা বলেননি। সুতরাং আরএসএস নেতৃত্ব এ নিয়ে প্রচন্ড পরিমাণে ক্ষুব্ধ রয়েছে। আর নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু কে নিয়ে জোর তৈরি করে যে নতুন সরকার গঠনের চিন্তাভাবনা মোদি শাহ করছেন আরএসএসকে এড়িয়ে তাও ভালো চোখে দেখছে না সংঘ পরিবার বলে জানা গেছে। এই অবস্থায় সংঘ পরিবারের প্রাক্তন প্রচারক দিলীপ ঘোষের আজকের মন্তব্য কে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ