বিজেপির ফল দেখে ক্ষুব্ধ আরএসএস, মোদি শাহকে বাদ দিয়ে সরকার বাঁচানোর চেষ্টা সংঘ পরিবারের?!
বাংলার জনরব ডেস্ক : একক উদ্যোগে লোকসভা নির্বাচন লড়তে গিয়ে এখন রীতিমতো চাপের মুখে পড়েছেন নরেন্দ্র মোদি। গতকাল লোকসভা নির্বাচন নির্বাচনের ফল প্রকাশের পরেই আরএসএসের নেতারা ক্ষোভ ব্যক্ত করতে শুরু করেছেন। একইসঙ্গে আরএসএসের সবুজ সংকেত পাওয়ার পরে বিজেপির প্রথম সারির নেতারাও এখন মোদির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন দলের অন্দরে।
সূত্রের খবর, বিজেপির মতাদর্শগত অভিভাবক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘও বিজেপির ফলাফল নিয়ে উষ্মা প্রকাশ করেছে।সংঘ পরিবারের পছন্দের নীতিন গড়করি, রাজনাথ সিংয়ের মতো নেতাদের পিছনের সারিতে পাঠিয়ে দিয়ে দলের পুরো রাশই যে মোদি-শাহ নিজের হাতে নিয়ে নিয়েছিলেন, তারই ফল দলকে ভুগতে হচ্ছে বলেই মনে করছে সংঘ পরিবার (RSS)। গড়করি, রাজনাথের মতো নেতাদের দলের কাজে আরও অনেক বেশি লাগানো হলে তাঁদের নিজেদের রাজ্য যথাক্রমে মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে দলের আসনসংখ্যা এভাবে নেমে যেত না বলে বিজেপির অনেক নেতাই মনে করছেন।
আবার গতবার বিজেপির আসনসংখ্যা বেশি থাকায় মোদি-শাহরা যে এনডিএ-র জোট শরিকদের পাত্তাও দেননি তাতেও অখুশি সংঘ পরিবার। শিবসেনা, অকালি দলের মতো পুরনো শরিকরা তাদের ছেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসাবে তুলে ধরবে কিনা আরএসএস তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। যেভাবে বিজেপির আসন কমে গেছে আর শরিকদের নিয়ে যদি চলতে হয় তাহলে নরেন্দ্র মোদিকে বাদ দিয়ে সরকার গঠন করতে হবে এ বিষয়ে আর.এসের নেতারা চিন্তা ভাবনা শুরু করেছে বলে জানা গেছে