নীতিশ কুমার সামিল হচ্ছেন ইন্ডিয়া জোটে! এনডিএর দলে ভাঙ্গন আসন্ন! ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী কে?
বিশেষ প্রতিনিধি : বিহারের মুখ্যমন্ত্রী জনতা দল ইউনাইটেড নেতা নীতিশ কুমার সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ত্যাগ করে ইন্ডিয়া জোটে যোগ দিতে চলেছেন। সেরকম হলে বিহারের মুখ্যমন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রী পদে দেখা যেতে পারে। ইন্ডিয়া জুটির একাধিক শরিক মনে করছে প্রবীণ রাজনীতিবিদ হিসেবে এবং জাত পাতের সমীকরণের অন্যতম মেলবন্ধনকারী। দেশের দলিত পিছিয়ে বর্গ এবং সংখ্যালঘু সমাজে অন্যতম গ্রহণযোগ্য নেতা হচ্ছেন নীতিশ কুমার। তাই নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী পদে বসানো হলে তাতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী স্বপ্নের প্রকল্পগুলি বাস্তবায়ন করা অনেকটাই সম্ভব হবে।
উল্লেখ্য সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কংগ্রেস দল প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় এলে জাত পাতের ভিত্তিতে জনগণনা করবে। এবং এর ভিত্তিতে সমীক্ষা করা হবে আর সেই সমীক্ষার ভিত্তিতে পিছিয়ে পড়া জাতিগুলোকে সামনের সারিতে তুলে আনার জন্য বিভিন্ন প্রকল্প সরকার তৈরি করবে। একইসঙ্গে এদেশের গরিব পরিবারের সবচেয়ে প্রবীণ মহিলা সদস্যকে বছরে এক লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত এবং সদ্য পাশ করা গ্রাজুয়েট ছেলেমেয়েদের জন্য যে ইন্টার্নশিপ প্রকল্প চালু করার কথা বলেছিল কংগ্রেস দল তাও বাস্তবায়ন করার জন্য নীতিশ কুমারের মত প্রধানমন্ত্রীর প্রয়োজন বলে ইন্ডিয়া জোট মনে করছে। যদিও এ নিয়ে আজ বুধবার দিল্লিতে বৈঠকে বসতে ইন্ডিয়া জোটের সব শরিক দল। তবে মনে করা হচ্ছে নীতিশ কুমারের পক্ষেই শরীর দলের সব নেতারা থাকতে পারেন।
জানা গেছে , জনতা দল সেকুলারের সমর্থন জোট পেতে পারে। অন্যদিকে চন্দ্রবাবু নাইডু ইন্ডিয়া জোটের দিকেই আসতে পারে বলে শোনা যাচ্ছে। সবমিলিয়ে দিল্লির রাজনৈতিক মঞ্চ এখন নাটকীয় পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে বলে রাজনৈতিক মহল মনে করছে। যদিও নরেন্দ্র মোদী নতুন সরকার করার জন্য তৎপরতা শুরু করে দিয়েছেন কিন্তু যদি বিরোধী জোট ঐক্যবদ্ধ থাকে তাহলে সেই সরকার যে আস্থা ভোটই হেরে যাবে তা নিয়ে কোন সন্দেহ নেই।
সূত্রের খবর নীতিশ কুমারের সঙ্গে তেজস্বী যাদব নিয়মিত যোগাযোগ রেখে চলেছে গত সপ্তাহে দিল্লিতে আসার সময় একই বিমানে দুজনে এসেছেন। তারপর থেকেই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসা ফোন যেমন তিনি ধরেননি একইভাবে বিহারের উপমুখ্যমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি সম্রাট চৌধুরী দেখা করতে গেলে তাকেও নীতীশ কুমার ফিরিয়ে দিয়েছেন। সব মিলিয়ে নীতিশ কুমারকে ভারতের প্রধানমন্ত্রী পদে বসাতে চলেছেন সোনিয়া গান্ধী বলে জানা গেছে।