দেশ 

ইন্ডিয়া জোটের দাবি মেনে পোস্টাল ব্যালট আগে গণনা করা হবে বলে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের দাবি মেনে নিলেন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার। আগামীকাল ভোট গণনার সময় আগে পোস্টাল ব্যালট গণনা হবে তারপর ইভিএম গণনা শুরু হবে। ২০১৯ সাল পর্যন্ত যে নিয়ম ছিল সেই নিয়ম মেনেই এবার ভোট গণনা হবে বলে রাজিব কুমার জানিয়ে দিয়েছেন। আসলে কয়েকদিন আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল ইভিএম এর গণনার শেষ হওয়ার পর পোস্টাল ব্যালট গণনা হবে তা নিয়ে গতকাল রবিবার কংগ্রেসের নেতৃত্বাধীন এনদিএ জোটের শরিকরা নির্বাচন কমিশনের দফতরে যান। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় এবং নির্বাচন কমিশনকে স্মরণ করিয়ে দেওয়া হয় আইন মোতাবেক পোস্টাল ব্যালট আগে গুনতে হবে।

ইন্ডিয়া জোটের এই দাবির পরেই আজ সোমবার তেসরা জুন সাংবাদিক সম্মেলন করে, গণনা প্রক্রিয়ার নিয়মে বদল করা হবে না বলেই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি বলেন , ‘সিস্টেমে কোনও সমস্যা নেই, গণনা নির্বিঘ্নেই হবে। কড়া নজরদারিতে রাখা রয়েছে ইভিএম। এআরও টেবিলে কাউন্টিং এজেন্ট বসতে পারবেন। গণনা নিয়ে বিরোধীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে।’

Advertisement

মূলত ২০১৯ সাল অবধি লোকসভা ভোটের গণনায়, প্রথমে পোস্টাল ব্যালট গণনা হত। এই গণনার ফল প্রকাশ না করা অবধি, ইভিএম গণনার চূড়ান্ত ফলও তখন প্রকাশ্যে আনা হত না। বিরোধীদের অভিযোগ, এখন এই নিয়মে বদল আনা হয়েছে।

রাজীব কুমার বলেন,’ গতকাল বিরোধী জোট ইন্ডিয়ার প্রতিনিধিদের তরফে কিছু দাবি জানানো হয়েছিল। আমি সব কিছু মেনে নিয়েছি। ওদের বক্তব্য ছিল যে, কন্টোল ইউনিটক-কে সিসিটিভি-র আওতায় আনা হোক। ভেরিফিকেশন অব কারেন্ট ডেট অ্যান্ড টাইমও দেখা হবে। শুরু এবং শেষের সময় দেখাতে হবে, এই দাবিও মেনে নেওয়া হয়েছে। রাজীব কুমারের কথায়, অবশ্যই এগুলি দেখাোনো হবে। এটাও মেনে নিয়েছি।..প্রতিটি রাউন্ডও ডিসপ্লে বোর্ডে দেখানো হবে। ৭০ সাল থেকে এই নিয়ম চলে আসছে।’

দেশের বিভিন্ন প্রান্তিক স্টেশনের মানুষদের নিয়েও তাঁকে এদিন কথা বলতে শোনা যায়। তিনি মনে করিয়ে দেন, এদের উপর যখন অভিযোগ ওঠে, ভাবুন কতটা খারাপ লাগে, ওরা মনে আঘাত পায়। আমি ওনাদের জন্য ধন্য়বাদ জানাতে চাই।’ এখানেই শেষ নয়, এনিয়ে তিনি নিজের লেখা একটি শায়েরিও শোনান। তিনি বলেন, ‘রাষ্ট্রের গণতন্ত্র মজবুত করতে, জাতীয় পতাকাকে নিজস্থানে নিজ মর্যাদায় রেখে দিতে, যারা ঝড়-বৃষ্টি, গরম সবকিছুকে উপেক্ষা করে নিজেদের দায়িত্ব পালন করেছেন, তাঁদের সকলকে আমাদের তরফ থেকে অভিনন্দন জানাই।’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ