কলকাতা 

আমুলের পর দাম বাড়ল মাদার ডেয়ারির!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ভোট শেষ হওয়ার পর আমূল দুধের দাম বাড়ল। এবার দাম বাড়ছে মাদার ডেয়ারির।সোমবার থেকে সব রকমের দুধের দাম লিটার প্রতি ২ টাকা করে বৃদ্ধি করার কথা ঘোষণা করল সংস্থা। বর্ধিত মূল্য দিল্লি এবং এনসিআর এলাকার জন্য প্রযোজ্য। ভোট মিটেছে ১ জুন। তার পরেই দেশ জুড়ে দুধের দাম বৃদ্ধি করার কথা ঘোষণা করেছে আমুল। এ বার সেই একই পথে হাঁটল মাদার ডেয়ারিও।

মাদার ডেয়ারির তরফে জানানো হয়েছে, গত ১৫ মাসে প্যাকেটজাত তরল দুধের উৎপাদন এবং বণ্টনের মূল্য বৃদ্ধি পেয়েছে। উপরন্তু, সারা দেশে গরম বৃদ্ধি পাওয়ায় দুধ উৎপাদন প্রভাবিত হয়েছে। আর সেই কারণেই বিক্রয়মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। সোমবার থেকেই দেশ জুড়ে নতুন দাম কার্যকর হবে।

Advertisement

দিল্লি-এনসিআরে মাদার ডেয়ারির ‘ফুল ক্রিম’ দুধের দাম এখন থেকে লিটার প্রতি ৬৮ টাকা, ‘টোনড’ দুধ লিটার প্রতি ৫৬ টাকা এবং ‘ডাবল-টোনড’ দুধ লিটার প্রতি ৫০ টাকা হল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ