কলকাতা 

গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার বিজ্ঞান সংস্থাগুলির সঙ্গে যৌথভাবে কাজ করবে : ব্রাত্য বসু

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন গবেষণার সুফল সব স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার বিজ্ঞান সংস্থাগুলির সঙ্গে যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে। কলকাতায় আজ বিজ্ঞান সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এবিষয়ে এক বৈঠকের পরে  বিজ্ঞান, প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ব্রাত্য বসু  একথা জানান। তিনি বলেন, বিভিন্ন গবেষণার ফলাফল অনেক সময়েই গবেষণাগারের মধ্যে সীমাবদ্ধ থাকে। সেই ফলাফল মানুষের কাজে ব্যবহারযোগ্য করে তুলতে সরকার বিভিন্ন বিজ্ঞান সংস্থার সঙ্গে পারস্পরিক মতামত বিনিময় করবে।
মন্ত্রী আরও জানান, আজকের বৈঠকে বিজ্ঞান চর্চা কেন্দ্রের প্রতিনিধিরা এবিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। সেগুলি খতিয়ে দেখে রাজ্য সরকার একটি রূপরেখা তৈরি করবে। এছাড়া  গবেষণা সম্পর্কিত যেসব তথ্য বিজ্ঞান চর্চা কেন্দ্রগুলির কাছে রয়েছে এবং রাজ্য সরকারের নিজস্ব তথ্য উভয়ের মধ্যে বিনিময় করা হবে। আই আই টি খড়গপুর, এন আই টি দুর্গাপুর সহ কেন্দ্র ও রাজ্য সরকারের অধীন বিভিন্ন বিজ্ঞান সংস্থার কর্ণধারেরা আজকের বৈঠকে অংশ নেন।
এছাড়া বিজ্ঞান চর্চা কেন্দ্রগুলির কোন সমস্যা থাকলে রাজ্য সরকার সবধরনের সহায়তা করবে বলে মন্ত্রী জানিয়েছেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 − three =