একক গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে পারছে না বিজেপি, দাবি যোগেন্দ্র যাদবের, কত আসন পেতে পারে বিজেপি?
বাংলার জনরব ডেস্ক : লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে আগামী চার জুন মঙ্গলবার। এরই মাঝে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিভিন্ন তথ্য সামনে আসতে শুরু করেছে প্রখ্যাত পরিসংখ্যানবিদ এবং সেফোলজিস্ট সমীক্ষক যোগেন্দ্র যাদব জানিয়েছেন বিজেপি ২৩০ আসনও বেরোবে না। অর্থাৎ এবার বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসন পাবে না এমনকি এনডিএ জোট শরিকদের নিয়োগ তা পাবে না বলে মন্তব্য করেছেন যোগেন্দ্র যাদব।
যোগেন্দ্র যাদব (Yogendra Yadav) যে নয়া ভবিষ্যদ্বাণী করেছেন, সেটা তুলে ধরে টুইট করলেন কংগ্রেস নেতা শশী থারুর। তিনি স্পষ্ট বলছেন, যোগেন্দ্রর নতুন ভবিষ্যদ্বাণী নিয়ে তিনি উচ্ছ্বসিত। আগামী দিনে বেশ মজাদার সময় আসতে চলেছে। থারুরের দাবি অনুযায়ী, যোগেন্দ্র যে ভবিষ্যদ্বাণী করছেন, তাতে সরকার গড়তে পারবে না এনডিএ-ও।
আসলে যোগেন্দ্র যাদব শুরু থেকেই দাবি করে আসছেন, এবার দেশজুড়ে কমবে বিজেপির আসন সংখ্যা। একটা বিজেপি বিরোধী চোরাস্রোত বইছে। তবে শুরুতে তাঁর বক্তব্য ছিল, বিজেপি একাই আড়াইশোর কাছাকাছি আসন পাবে। এনডিএ (NDA) জোট হিসাবে পেরিয়ে যাবে ২৭২ আসন। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, বিজেপি বিরোধী চোরাস্রোত যদি প্রবল হয়, তাহলে গেরুয়া শিবির নেমে যেতে পারে ২৩০ আসনের নিচে। আর বিজেপির (BJP) জোটসঙ্গীরা বড়জোর ৩৫-৪০টি আসন পেতে পারে। যোগেন্দ্রর দাবি, এমনিতে কংগ্রেস এবার ৮৫ থেকে ১০০টি আসন পাবে। কিন্তু বিজেপি বিরোধী চোরাস্রতে থাকলে কংগ্রেসের আসন সংখ্যা পেরিয়ে যেতে পারে ১২০টি।
Advertisement:
যোগেন্দ্রর সেই ভবিষ্যদ্বাণী তুলে ধরে শশী থারুরের দাবি, এই ভবিষ্যদ্বাণী সত্যি হলে আগামী দিনে বেশ মজাদার সময় আসতে চলেছে। এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। যদিও থারুরদের আশা পূরণ হবে কিনা, সবটাই বোঝা যাবে আগামী ৪ জুন।